পারিবারিক বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা
কিশোরগঞ্জের হোসেনপুরে পারিবারিক বিরোধের জের ধরে নূরুন্নাহার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী সুশেল মিয়া। উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গৃহবধূ একই এলাকার নামা সিদলা গ্রামের নূরূল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, ১০ বছর আগে সুশেলের সঙ্গে নূরুন্নাহারের বিয়ে হয়। মঙ্গলবার বিকেলে পারিবারিক বিরোধের জের ধরে স্বামী সুশেল মিয়া তাকে পিটিয়ে গুরুতর আহত করে। অাশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু মোল্লা জানান এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নূর মোহাম্মদ/ এমএএস