ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশে ১০ বছরে চারগুণেরও বেশি রেমিটেন্স বেড়েছে : তারানা

প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

গত ১০ বছরে বাংলাদেশের রেমিটেন্স বেড়েছে চারগুণেরও বেশি বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুরে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে পরীক্ষামূলক ভাতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Tarana-Halim

তিনি বলেন, গত সরকারের সময়ে বাংলাদেশের রেমিটেন্স ছিল ৩.৪৮ বিলিয়ন মার্কিন ডলার আর এ সরকারের বর্তমান সময়ে হয়েছে ২৭ বিলিয়ন মার্কিন ডলার।

মন্ত্রী আরো বলেন, যদি আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসতে পারে রেমিটেন্সের ঊর্ধ্বগতির এ ধারা অব্যহাত থাকবে বলেও তিনি বলেন।

Tarana-Halim

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুব হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সমাজসেবা অতিদফতরের অতিরিক্ত সচিব গাজী মোহাম্মদ নুরুল কবির, ডাক অদিধফতরের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহাসহ অন্যরা।

এমএএস/এমএস