ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদরাসার দেওয়াল ভেঙে প্রাণ গেলো ছাত্রীর

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:১৫ এএম, ১৮ আগস্ট ২০২২

কুমিল্লার লালমাইতে নির্মাণাধীন মাদরাসা ভবনের দেওয়াল ভেঙে সালমা আক্তার (১৯) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন বাগমারা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।

লালমাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী বুধবার রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সালমা আক্তার উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলার প্রবাসী আবদুল ওয়াদুদের মেয়ে। তিনি মিশকাত শ্রেণির ছাত্রী ছিলেন। আহত তাসফিয়া একই ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা ইব্রাহিম খলিলের মেয়ে।

এসআই সাধন কান্তি চৌধুরী জানান, দুপুর আড়াইটার দিকে সালমা আক্তার ও তাসফিয়া মাদরাসা থেকে বের হওয়ার পথে হঠাৎ নির্মাণাধীন তৃতীয় তলার ছাদ থেকে সিঁড়ি রুমের দেওয়াল ভেঙে পড়ে। এ সময় ইট পড়ে ঘটনাস্থলেই সালমার মৃত্যু হয়। এ ঘটনায় তাসফিয়া আহত হন।

এ সময় উপস্থিত সকলে দ্রুত তাসফিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান এসআই সাধন কান্তি চৌধুরী।

মাদরাসার মোহতামীম হাফেজ মিজানুর রহমান বলেন, থানায় গিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম