সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা : আটক ১
নাটোরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাড়িতে সন্ত্রাসীদের হামলার ঘটনায় পৌর যুবলীগের সদস্য রেদওয়ান আহমেদ সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে নাটোর সদর থানায় সাব্বিরসহ অজ্ঞাত আরও ৮/৯ জনের নামে মামলা দায়ের করেন প্রতিমন্ত্রী।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের জেলে পাড়াস্থ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নিজ বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তার মেয়ে ও কেয়ারটেকার আহত হয়। সন্ত্রাসীরা প্রতিমন্ত্রীর দুই মেয়ের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আজ সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পৌর যুবলীগের সদস্য রেদওয়ান আহমেদ সাব্বিরসহ অজ্ঞাত আরও ৮/৯ জনকে অভিযুক্ত করেন। মামলার পরই প্রধান অভিযুক্ত রেদওয়ান আহমেদ সাব্বিরকে কানাইখালী এলাকা থেকে আটক করা হয়।
রেজাউল করিম রেজা/এসএস/পিআর