ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৩ দফা দাবিতে ইউপি সচিবদের মানববন্ধন

প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন করেছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত সচিবরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানবন্ধনের আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির (বাপসা) জেলা শাখা। মানববন্ধনে দাবি সংবলিত বিভিন্ন প্লে-কার্ড নিয়ে জেলার ১০০টি ইউনিয়ন পরিষদের সচিবরা অংশগ্রহণ করেন।

জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির (বাপসা) সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন- সমিতির যুগ্ম সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, সদস্য সুমন পারভেজ, আবু জামাল, আবু সাঈদ, ফরিদ আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হয়েও আমরা সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন ধরেই বঞ্চিত হয়ে আসছি। তাই আমরা ইউনিয়ন পরিষদ সচিবদের পদবি পরিবর্তন করে ১০ গ্রেড বেতন স্কেল কর্মকর্তার মর্যাদা, বেতন-বোনাস, পেনশন, আনুতোষিক, ল্যামগ্রান্ট, শ্রান্তিবিনোদন ভাতাসহ যাবতীয় অর্থ সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করা এবং সকল উন্নয়নমূলক প্রকল্পের নথিপত্র ও বিল ভাউচারে ইউপি সচিবদের সাক্ষরসহ তদারকি নিশ্চিতকরণের দাবি জানাচ্ছি। পরে মানবন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস