ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১৩ দিন পর অপহৃত ব্যাংক কর্মকর্তা উদ্ধার

প্রকাশিত: ০৬:৩০ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহী থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা এ আর এম আখতারুজ্জাম কচি ১৩ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে উদ্ধার হওয়ার পর তিনি মির্জাপুর থানায় গিয়ে নিজের পরিচয় দেন।

অপহৃত ওই ব্যাংক কর্মকর্তা এক্সিম ব্যাংক এর বগুড়া শাখায় সিনিয়র সহকারী প্রেসিডেন্ট পদ থেকে কিছু দিন আগে সাময়িক বরখাস্ত হয়। তার বাড়ি নগরীর শিরোইল মটপুকুর এলাকায়।

রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান জাগো নিউজকে জানান, গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার রাতে রাজশাহী নিউ মার্কেটের নিকট একটি প্রেসের সামনে বসে ওই ব্যাংক কর্মকর্তা চা খাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে।  শুক্রবার রাতে তার বাবা আফছার উদ্দিন আহমেদ বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি অপহরণ মামলা করেন।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে চোখ বেঁধে দুর্বৃত্তরা তাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় নাসির গ্লাস লি. এর সামনে ফেলে যায়। পরে পুলিশ তাকে রাতেই রাজশাহী পাঠিয়ে দিয়েছে।

এসএস/এমএস