ডুয়েটের সামনে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে কমিয়ে আনার সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরে অবস্থানরত কয়েকশ ডিপ্লোমা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফেস্টুন, ব্যানার দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সকে চার বছর থেকে হ্রাস করে ৩ বছর করার বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। বহু পরীক্ষা-নিরীক্ষা ও স্টাডির পর ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চালু হওয়া চারবছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে নামিয়ে আনার কথা বলে কারিগরি শিক্ষার প্রতি চরম অবজ্ঞা অবহেলার পরিচয় দিয়েছেন তিনি। এ অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানাচ্ছি।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি কর্তৃক গত ১২ আগস্ট আয়োজিত জাতীয় শোক দিবস ও সমিতির সম্মেলনে শিক্ষামন্ত্রী দীর্ঘদিন থেকে প্রচলিত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর করার ঘোষণা দেন।
মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস