ক্ষেতে বিষ দিয়ে শতাধিক পাখি হত্যার অভিযোগ কৃষকের বিরুদ্ধে
ঝিনাইদহের মহেশপুরের সীমান্তবর্তী চাবরার মাঠে ফসলের ক্ষেতে বিষ প্রয়োগ করে শতাধিক পাখি হত্যার অভিযোগ উঠেছে মোজাফ্ফর হোসেন নামের কৃষকের বিরুদ্ধে। তিনি পার্শ্ববর্তী গ্রামের সলেমান সরদারের ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও থেকে ঘটনাটি জানা যায়। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন আগে উপজেলার চাবরার মাঠে নিজের প্রায় এক বিঘা জমিতে মাসকলাই বপণ করেন কৃষক মোজাফফর হোসেন। কয়েক দফায় বিভিন্ন পাখি ক্ষেতে এসে তা খেয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত করে। এরপর ওই কৃষক পাখির হাত থেকে কলাই রক্ষার্থে শনিবার (১৩ আগস্ট) দিনের কোনো একসময় ধানের সঙ্গে কীটনাশক মিশিয়ে ক্ষেতের চারপাশে ছিটিয়ে দেন।
এরপর থেকে ওই ক্ষেতে আসা শালিক, ঘুঘু, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি বিষ মিশানো ধান খেয়ে মারা যেতে থাকে। সর্বশেষ সোমবার (১৫ আগস্ট) পর্যন্ত প্রায় ২০০ পাখি মারা গেছে বলে জানা যায়। তবে এ সংখ্যা ঠিক কত তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনা জানাজানি হওয়ার পর রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় কৃষক মোজাফ্ফর এলাকাবাসীর চাপে মৃত পাখিগুলো মাটিচাপা দেন বলে জানা গেছে।
স্থানীয় কলেজছাত্র আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের বাড়িতে গাছে ঘুঘু পাখির বাসা আছে। হঠাৎ দেখি গতকাল (রোববার) দুটি পাখি মরে পড়ে আছে। খুবই খারাপ লাগছিল। পরে মনে হলো দেখি মাঠে গিয়ে কেউ কোনো ক্ষেতে বিষ দিয়েছে কি না। এরপর মাঠে গিয়ে দেখি নেপা গ্রামের কৃষক মোজাফ্ফর হোসেনের কলাই ক্ষেতে অনেক পাখি মরে পড়ে আছে। পরে জানলাম তিনি ধানের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে রেখেছিলেন।’
এ বিষয়ে কৃষক মোজাফ্ফর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, পাখি হত্যার বিষয়ে শুনেছি। তবে এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর