ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে যুবলীগ কর্মী খুন

প্রকাশিত: ০৩:২৬ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

যশোরে পূর্ব বিরোধের জের ধরে হামলায় এক যুবলীগ কর্মী নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে শহরের চুয়াডাঙা বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মী মানিক হোসেন (৩২) শহরের কাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন- যুবলীগ কর্মী কাজীপাড়া এলাকার রিপন (৩৫), জাহাঙ্গীর (৩৫) ও রায়হান (২৫)।

নিহত মানিকের বড় ভাই সোলায়মান হোসেন জানান, যুবলীগ কর্মী মানিকসহ রিপন, জাহাঙ্গীর ও রায়হান রাতে চুয়াডাঙা বাসস্ট্যান্ডের সাতক্ষীরা ঘোষ ডেয়ারির কাছে অবস্থান করছিলেন। এ সময় কিছু সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মানিক নিহত ও অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যায়। আহত তিনজন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, স্থানীয় বিরোধের জের ধরে হামলায় যুবলীগ কর্মী মানিক নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে।

মিলন রহমান/এসএস/পিআর