ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে ২ ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ

প্রকাশিত: ০৯:১১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

বরিশাল বিএম কলেজে কথিত ‘অস্থায়ী ছাত্র কর্ম পরিষদ’ নাম দিয়ে গঠিত ছাত্র সংসদে ঘুষ নিয়ে পদ না দেয়া এবং টাকা ফেরত না দেয়ার অভিযোগ তুলে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দলীয় প্রতিপক্ষরা। এ ঘটনায় মুল হামলাকারী ছাত্রলীগ কর্মী সুনীল বাড়ৈকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১ টার দিকে নগরীর ইন্দোবাংলার সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ‘অস্থায়ী ছাত্র কর্ম পরিষদ’ ক্রীড়া সম্পাদক ছাত্রলীগ নেতা ফয়সাল আাহমেদ মুন্না এবং তার সহযোগী ছাত্রলীগ নেতা শিপনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারী সুনীল মাস্টার্স শেষ পর্বের ছাত্র ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

বিএম কলেজের একটি সূত্র জানায়, গত আওয়ামী লীগ সরকারের আমলে বিএম কলেজে ছাত্র সংসদের নির্বাচন না দিয়ে ছাত্রলীগ নেতা মঈন তুষারকে দিয়ে তথাকথিত কর্মপরিষদ গঠন করা হয়। সেখানে পদ দিতে কর্ম পরিষদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আাহমেদ মুন্না ছাত্রলীগ সংগঠনের সাথে জড়িত সুনীল বাড়ৈর নিকট থেকে বড় অংকের টাকা ঘুষ নেয়। কিন্তু তাকে কোনো পদ দেয়া হয়নি। পরবর্তীতে বিষয়টি নিয়ে একাধিকবার সালিশী বৈঠক হলেও ঘুষের টাকা ফেরত পায়নি সুনীল।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে সুনীলের সাথে মুন্নার বাকবিতণ্ডা হয়। এ সময় উভয় উভয়কে দেখে নেয়ারও হুমকি দেয় বলে সূত্রটি জানায়।

ওই ঘটনার জের ধরে রাতে নগরীর ইন্দোবাংলার সামনে মুন্নাকে সন্ত্রাসী বাহিনী নিয়ে আক্রমণ করে সুনীল। ধারালো অস্ত্র দিয়ে মুন্নার মাথায় ও গলায় কোপ দেয় সুনীল। তাকে রক্ষায় মুন্নার সহযোগী শিপন এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এলাকাবাসী তাৎক্ষণিক বিষয়টি কোতোয়ালী মডেল থানাকে অবহিত করেন।

ছাত্রলীগের একাধিক নেতা জানান, বিএম কলেজে ভিপি মঈন তুষারের নেতৃত্বাধীন গ্রুপ ও জিএস নাহিদ সেরনিয়াবাতের নেতৃতাধীন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি উভয় গ্রুপের বিরোধ আরো তীব্র হয়। এরই ধারাবাহিকতায় টাকা ফেরত না দেয়ার মিথ্যা অভিযোগ তুলে এই হামলা চালানো হয়। এর কারণ হামলাকারী সুনীল মঈন তুষারের নেতৃত্বাধীন গ্রুপের সদস্য। আর আহত মুন্না নাহিদ সেরনিয়াবাতের নেতৃত্বাধীন গ্রুপের । তাই গ্রুপিং রাজনীতির কারনে শত্রুতাবশত এই হামলা চালানো হয়।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) সাখাওয়াত হোসেন জানান, অর্থ লেনদেন নিয়ে বিরোধের কারণে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলার নেতৃত্ব দেওয়া সুনীলকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাইফ আমীন/এসএইচএস