ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরের ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

যশোরের ৩টি ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমাো আদায় করেছে। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার বদিউজ্জামান জানান, মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার আমবটতলার তোতা ব্রিক্স, চুড়ামনকাটির শহিদুল ব্রিক্স ও চৌগাছার রুস্তমপুরের ইস্টার ব্রিক্সকে অভিযান চালানো হয়।

এসময় ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় তোতা ব্রিক্সের মালিক তোতা মিয়ার নামে মামলা দিয়ে ৩০ হাজার টাকা, শহিদুল বিক্সের মালিক শহিদুল ইসলামকে ১৫ হাজার এবং ইস্টার বিক্সের মালিক নজরুল ইসলামের নামে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় ভ্রাম্যমাণ আদালত ভাটার মালিকদের কাঠ ব্যবহার না করতে সতর্কতা জারি করেন। অভিযানে পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট্র অফিসার আতাউর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মিলন রহমান/ এমএএস