ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ০২:০৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগযোগ প্রায় আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় ওই ট্রাকটি সরিয়ে নিলে যোগাযোগ স্বাভাবিক হয়।

টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার জালাল উদ্দিন জানান, সন্ধ্যা ৭টা দিকে স্থানীয় শ্রমিক দিয়ে ট্রাকটিতে থাকা সিমেন্ট সরিয়ে নেয়ার পর ট্রাকটিকে জেলা পুলিশের রেকার দিয়ে সরানো হয়। এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট ভর্তি ট্রাক বঙ্গবন্ধু সেতু এলাকার পূর্ব থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপরে উঠে যায়। এরপর থেকেই ওই লাইন দিয়ে সকল প্রকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় ৪টি ট্রেন দুপাশে আটকা পড়ে।

এমএএস/আরআইপি

আরও পড়ুন