ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুই সহোদর নিহত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১১:৪৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লার লাকসামে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগাম রুটের লাকসাম পৌর এলাকার গন্ডামারা রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার উন্দানিয়া গ্রামের বশত আলীর ছেলে মফিজুল ইসলাম (৫৫) এবং জহিরুল ইসলাম (৩৫)। জহিরুল ইসলাম কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর কর্মচারী এবং মফিজুল ইসলাম প্রবাসী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই ভাই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে লাকসাম বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে লাকসাম পৌর এলাকার গন্ডামারা রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্নফুলী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি (কুমিল্লা-ল-১১-২৫০৪) ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লেগে প্রায় ১০০ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দুই নিহত হন।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে একটি অবৈধ রেলক্রসিং ছিল। আর সেখানে কোনো গেইটম্যান ছিল না। রেলওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে।

কামাল উদ্দিন/এআরএ