ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

প্রকাশিত: ১১:০৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে নগরীর আকবর শাহ থানা
এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. আবুল কাশেম (২৮), জামাল হোসেন (৩৫) ও আবুল কালাম (৩৫)। তাদের কাছ থেকে একটি বিদেশি পয়েন্ট টু টু বোরের পিস্তল, দুই রাউন্ড কার্তুজ ও ভারতের তৈরি একটি সিঙ্গেল শ্যুটার গান উদ্ধার করা হয়েছে।

আকবর শাহ থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার হওয়া তিনজনই পেশাদার অপরাধী। আবুল কালাম মানুষের জমি দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

তিনি আরো বলেন, সোমবার রাতে তিন অপরাধী বড় ধরনের একটি অপরাধের জন্য জড়ো হয়েছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হওয়ায় সংঘবদ্ধ এই অপরাধী চক্রের পরিকল্পনা ভেস্তে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জীবন মুছা/জেএইচ/এমএস