হার্ডিঞ্জ ব্রিজের নিচে ভাঙলেও ক্ষতির আশঙ্কা নেই: পাউবো
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মার ভাঙন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কোহিনুর আলম।
বুধবার (১০ আগস্ট) দুপুরে তিনি হার্ডিঞ্জ ব্রিজ এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিন রেজাসহ কর্মকর্তা ও কর্মচারীরা।
পরিদর্শন শেষে প্রকৌশলী কোহিনুর আলম বলেন, ভূমিকম্প, মাটির ক্ষয়সহ প্রাকৃতিক সব দুর্যোগ মোকাবিলা করে ১০০ বছর ধরে ঠিকে আছে এই হার্ডিঞ্জ ব্রিজ। পদ্মা অত্যন্ত খরস্রোতা নদী। এই নদীতে প্রবাহিত পানির পরিমাণ বেশি থাকায় নদীর বালুচরের পাড় ভাঙছে। তবে এ বালুচর ভাঙলে ব্রিজের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। নদীর গভীরতা ও প্রশস্ততা এবং তলদেশে মাটির ধরন এসব কিছুর পরীক্ষা-নিরীক্ষা করেই এ নদীর ওপর নির্মাণ করা হয়েছে এই হার্ডিঞ্জ ব্রিজ।
এরআগে গত ৪ আগস্ট ‘পদ্মায় পানি বৃদ্ধি, হার্ডিঞ্জ ব্রিজের নিচে ভাঙন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ।
এসআর/এএসএম