ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘনা নদীতে চিনিবোঝাই কার্গো ডুবি

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১০ আগস্ট ২০২২

বরিশালের হিজলা উপজেলার কাইছমার বাজার খেয়াঘাট সংলগ্ন মেঘনা নদীতে ডুবোচরে আটকে প্রায় চার হাজার বস্তা চিনিবোঝাই একটি কার্গো ডুবে গেছে। তবে এতে নিখোঁজ বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কার্গোতে থাকা পাঁচজনকে উদ্ধার করে।

বুধবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কার্গোর সুকানী আবুল হাশেম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে দিকে তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ভোলার উদ্দেশে রওয়ানা হন। রাতে চাঁদপুরে অবস্থান করে ভোরে ফের যাত্রা শুরু করেন। সকাল ১০টার দিকে হিজলা বড়জালিয়া ইউনিয়নের কাইছমার খেয়াঘাট সংলগ্ন মেঘনা নদীর ডুবোচরে তাদের কার্গোটি আটকে যায়। এরপর কার্গোটি একদিকে কাত হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে সেটি ডুবে যায়।

তিনি আরও জানান, কার্গোতে ফ্রেশ কোম্পানির ৩ হাজার ৭২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি ছিল। ভোলায় ফ্রেশ কোম্পানির ডিলার হোসেন ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চিনি নিয়ে যাচ্ছিলেন তারা।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌপুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, ডুবোচরে আটকে কার্গোটি প্রথমে অর্ধেক ডুবে যায়। পরে জোয়ারের পানি বৃদ্ধি পেলে সেটি পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। ভাটা শুরু হলে কার্গোটি উদ্ধারের চেষ্টা করা হবে।

সাইফ আমীন/এমআরআর/এএসএম