ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে ৬ লাখ টাকার চায়না জাল উদ্ধার, ব্যবসায়ীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৫:০৭ এএম, ১০ আগস্ট ২০২২

গোপালগঞ্জের কোটালিপাড়ায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে জাল রাখার দায়ে বাবুল খান (৪৫) নামে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বাবুল খান পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সরমঙ্গল গ্রামের নবু খানের ছেলে।

jagonews24

মঙ্গলবার বিকেলে উপজেলার ঘাঘর বাজারে সবুজ স্টোরে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এ কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী মৎস্য অফিসার আনিসুর রহমান প্রধান বলেন, দীর্ঘদিন ধরে বাবুল খান নিষিদ্ধ চায়না জাল বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঘাঘর বাজারে অভিযান চালিয়ে বাবুল খানের দোকান থেকে জাল উদ্ধার করা হয়।

চায়না জাল উপজেলা পরিষদ চত্ত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

জেডএইচ/