কেশবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের জেল
যশোরের কেশবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটেকে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মেহেদি হাসান (২৫) কেশবপুর পৌর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের আবু সাইদ গাজীর ছেলে।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন। বখাটের সাজা প্রদান করায় তার স্বজনরা ওই স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
অভিযোগে জানা যায়, কেশবপুর পৌর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের মেয়ে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী তামান্না ইয়াসমিন মিমকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো মহেদী হাসান। এ ঘটনায় সোমবার মিম উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ মেহেদি হাসানকে আটক করে তার কার্যালয়ে হাজির করে। এরপর সাক্ষ্যপ্রমাণে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে, কারাদণ্ডের খবর পেয়ে বিকেলে মেহেদি হাসানের স্বজনরা ওই ছাত্রীর বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। ঘটনাস্থলে গেলেও কেশবপুর থানা পুলিশের উপ পরিদর্শক শাহজাহান এমন ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।
তিনি জানান, ওই মেয়ে ও তার পরিবারের সদস্যদের বাড়িতে পৌঁছে দিতে তিনি গিয়েছিলেন। তাহলে ওই বাড়ির টালি (ঘরের ছাউনি) কারা ভাঙলো এমন প্রশ্নের জবাবে তিনি ওসি’র সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
কেশবপুর থানা পুলিশের ওসি সহিদুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটেকে কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এরপর ওই ছাত্রীর বাড়িতে হামলার কোনো ঘটনা তার জানা নেই।
মিলন রহমান/ এমএএস