ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

জয়পুরহাটের কালাই পৌর শহরের টিঅ্যান্ডটি এলাকায় একটি আলু বোঝাই ট্রাকের চাকা ফেটে গিয়ে ট্রাকটি রাস্তায় উল্টে যায়। এতে উল্টে যাওয়া ওই ট্রাকটির চাপায় লিয়াকত হোসেন (৪২) নামে এক অটোরিকশা আরোহী ঘটনাস্থলেই মারা যান। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খঞ্জিয়াপাড়া গ্রামের মৃত অপু ফকিরের ছেলে। আহত একজনের পরিচয় পাওয়া যায়নি। তাকে অচেতন অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অন্যদিকে, একই সময় জয়পুরহাট সদর উপজেলার হেলকুণ্ডা নামক স্থানে মেসি-ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হেলকুণ্ডা গ্রামের পল্লী চিকিৎসক ডা. আবদুল মান্নান গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জয়পুরহাট পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম ও জেলা আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাশেদুজ্জামান/এমজেড/পিআর