গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় শিক্ষক ও ছাত্র বহিষ্কার
গাইবান্ধায় শান্তিপূর্ণ পরিবেশে ৩৫টি এসএসসি ও চারটি দাখিল পরীক্ষা কেন্দ্রে সোমবার সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার জেলায় ১৭ হাজার ৭৯৯ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া এসএসসি ভোকেশনালে ২ হাজার ৫৪ জনের মধ্যে ২ হাজার ৩৫ জন পরীক্ষা দেয়।
অপরদিকে, দাখিল পরীক্ষায় চার হাজার ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে চার হাজার ৩০ জন এবং দাখিল ভোকেশনালে ৫৭ জনের মধ্যে ৫৫ জন পরীক্ষায় অংশ নেয়। এসব পরীক্ষার্থীদের মধ্যে দাখিল পরীক্ষায় গোবিন্দগঞ্জ এমএম মোত্তালিব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজন পরীক্ষার্থী এবং গোবিন্দগঞ্জ গোলাগবাগ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আবু সুফিয়ান নামে একজন সহকারী শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। উক্ত শিক্ষক মোগলটুলি দাখিল মাদ্রাসায় কর্মরত।
অমিত দাশ/এমজেড
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ