ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলারডুবি

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৩ আগস্ট ২০২২

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় এক কোটি টাকার মুদি মালামাল নিয়ে এমভি বলেশ্বর নামের একটি ট্রলার ডুবে গেছে।

jagonews24

বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলার সন্ন্যাসী বাজারের কয়েকটি দোকানের মাল নামানোর জন্য নোঙর করার পরই ট্রলারটি ডুবে যায়।

jagonews24

ট্রলারের ম্যানেজার সান্টু মাঝিসহ অন্যান্য ট্রলার শ্রমিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের কাজ শুরু করেছেন।

jagonews24

ট্রলারটির ম্যানেজার সান্টু মাঝি বলেন, ট্রলারটি বুধবার ভোরের দিকে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে সকাল ৯টার দিকে সন্ন্যাসী বাজারে পৌঁছায়। ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মালামাল রয়েছে। এসব মুদিপণ্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারের নামানোর কথা ছিল।

jagonews24

সন্নাসী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার বলেন, ৬০ টন ধারণক্ষমতার স্টিলবডি এমভি বলেশ্বর ট্রলারটি একদিকে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। তবে কেউ হতাহত হননি। মালামাল উদ্ধারের কাজ চলছে।

এসআর/এমএস