ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ, লাফ দিয়ে বাঁচলেন চালক

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০২ আগস্ট ২০২২

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ হয়েছে। তবে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেছেন চালক।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে পৌর শহরের হাস্তাবসন্তপুর অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালকের নাম জয় হোসেন (২৫)। তিনি আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের ডবলো হোসেনের ছেলে।

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ, লাফ দিয়ে বাঁচলেন চালক

আক্কেলপুর রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জয় মোটরসাইকেলযোগে হাস্তাবসন্তপুর অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে কিছু দূর নিয়ে যায়। তবে চালক জয় হোসেন এর আগে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান।

স্টেশন মাস্টার বলেন, অসতর্কভাবে পারাপারের কারণে ঘটনাটি ঘটেছে। এতে ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

রাশেদুজ্জামান/এসআর/জেআইএম