ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় ফের চালু নগর পরিবহন

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১১:২৬ এএম, ০১ আগস্ট ২০২২

করোনায় আড়াই বছর বন্ধ থাকার পর খুলনায় ফের চালু হয়েছে ফুলতলা-রূপসা রুটে নগর পরিবহন। সোমবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে এ নগর পরিবহন চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান বলেন, পুনরায় নগর পরিবহন চালুর দাবির নগর পরিবহন চালুর ব্যবস্থা করা হয়েছে। এদিন সকাল ৮টা থেকে নগর পরিবহন চালু হয়। এসময় খুলনা মোটর বাস মালিক সমিতির সভাপতি মো. হারুনর রশীদ ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এ রুটে প্রাথমিকভাবে ৫-৬টি নগর পরিবহন (বাস) চলাচল করবে।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম