ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ০২:৫৮ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রোববার রাত সাড়ে ১১টা থেকে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে বেশ কয়েকটি ফেরি। পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে ৫ শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, রোববার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশাও বাড়তে থাকে। এক পর্যায়ে দৃষ্টিসীমা একেবারেই কমে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে সার্ভিস পুরোপুরি বন্ধ রাখা হয়। মাঝ নদীতে বেশ কয়েটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙ্গর করে রয়েছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাটে যাত্রীবাহী কোচ, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকসহ ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। আটকা পড়া এসব যানবহানের যাত্রীরা তীব্র শীত ও কুয়াশার মধ্যে ঘাট এলাকায় পোহাচ্ছেন চরম দুর্ভোগ। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

এদিকে ফেরি বন্ধের কারণে সৃষ্ট যানজটকে পুঁজি করে উভয় ঘাটেই হোটেল-রেস্তোরাঁ গুলোতে এক শ্রেণির ব্যবসায়ীরা খাবারের দাম বাড়িয়ে দিয়েছেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে। তখন অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলোকে পারাপার করা হবে।

বি.এম খোরশেদ/এসএস/এমএস