ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটকিপার সাদ্দাম বরখাস্ত

মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ৩০ জুলাই ২০২২

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় গেটকিপার সাদ্দাম হোসেনকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। শনিবার (৩০ জুলাই) সকালে রেলওয়ের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দায়িত্ব অবহেলার অভিযোগে সাদ্দাম হোসেনকে পুলিশ আটক করেছে। এ জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এর আগে শুক্রবার বিকেল ৬টার দিকে রেলওয়ে পুলিশ তাকে আটক করে। পরে রেলওয়ে পুলিশের এএসআই মো. জহির উদ্দিন সাদ্দামকে আসামি করে মামলা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় গেটকিপার সাদ্দাম ওই স্থানে ছিলেন না। তখন তিনি জুমার নামাজে ছিলেন।

এর আগে শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। এরই মধ্যে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরএইচ/জেআইএম