ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রত্যেক বাঙালিই খেজুরের রসের স্বাদ আস্বাদন করেছেন

প্রকাশিত: ০৩:৫১ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

জাতীয় সংসদের হুইপ অ্যাড. শহীদুজ্জামান সরকার বলেছেন, কোনো খাবারকে আমরা মৃত্যুর ঝুঁকি হিসেবে নিতে চাই না। আমরা বাঙালি। প্রত্যেক বাঙালিই খেজুরের রসের স্বাদ আস্বাদন করেছেন। রোববার দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে শীতকালীন সংক্রামক ব্যাধি নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও প্রতিরোধে খেজুরের রস সংগ্রহকারী গাছিদের নিয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ আরও বলেন, খেজুরের রস একটি সুস্বাদু রস। বর্তমানে খেজুরের রসে বিভিন্ন পাখি ও বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাসের রোগ বিস্তার করেছে। এতে মানুষ আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হচ্ছে। তাই বলে কি আমরা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকবো? খেজুরের রসকে প্রথমে গরম করে জীবাণুমুক্ত করে এর স্বাদ গ্রহণ করতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক বিবিএম, পিপিএম, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনজুমান আরা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নওগাঁর শাখার সভাপতি হাবিবুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নওগাঁ শাখার সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। অবহিতকরণ সভায় জেলার ১১টি উপজেলার এক হাজারের অধিক খেজুর রস সংগ্রহকারী গাছি উপস্থিত ছিলেন।

সভায় খেজুর রস সংগ্রহকারী গাছিদের উদ্দেশ্য নিপাহ ভাইরাসের ক্ষতিকর দিক, এই ভাইরাসের ফলে মানবদেহে সৃষ্ট জটিলতা এবং তা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধান আলোচক স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, সিডিসি পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামছুজ্জামান।

উল্লেখ্য, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর নওগাঁয় দুই শিশুসহ পাঁচ ব্যক্তি মারা গিয়েছিলেন।

আব্বাস আলী/এমজেড