ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে বিদ্যুৎ চুরির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান এস, এম, মাহফুজুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে মামলা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। শনিবার রাতে কচুয়া থানায় বাগেরহাট পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) এম, ডি, ওয়াহিদুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।

এ ঘটনায় ওইদিন রাতেই ডিবি পুলিশ অভিযান চালিয়ে কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে মামলার আসামি খুলনার দৌলতপুরের মৃত কাউছার গাজীর ছেলে ইয়াছিন গাজী ওরফে শুভ (৫৫) ও খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর এলাকার শেখ আতিয়ার রহমানের ছেলে শেখ সাগর হোসেেকে (৩৫) আটক করলেও চেয়ারম্যান মাহফুজুর রহমানকে আটক করতে পারেনি। আটক শুভ ও সাগরকে রোববার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাইনবোর্ড এলাকার মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান (৬০) সাইনবোর্ড এলাকায় অবস্থিত তার মালিকানাধীন বরফমিল, রাইসমিল ও স-মিলে শুভ ও সাগরের সহায়তায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরি করে আসছিলেন। যার মূল্য আট লক্ষ ২০ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যুৎ চুরির ঘটনা ডিবি পুলিশ জানলে এর সঙ্গে জড়িত দু`জনকে আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে চুরির কাজে ব্যাবহৃত মালামাল উদ্ধার করা হয়।  

কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী মামলার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, অপরাধের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

শওকত আলী বাবু/এমজেড