ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় জেএসসির ৩২০ জনের ফল পরিবর্তন

প্রকাশিত: ১১:৫৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

কুমিল্লা শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফলে ৩২০ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন এবং ফেল থেকে পাস করেছে ৮০ জন পরীক্ষার্থী।
 
বোর্ড সূত্রে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর অত্র বোর্ডে জেএসসি পরীক্ষার ফলাফলে ৯২.৫১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। ২ লাখ ৪১ হাজার ৫৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন।

রোববার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ সাংবাদিকদের জানান, এ বছর জেএসসির ফল প্রকাশের পর ফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষার জন্য ৯ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী আবেদন করে। এতে ৩২০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন এবং ফেল থেকে পাস করেছে ৮০ জন পরীক্ষার্থী। অবশিষ্টরা বিভিন্ন গ্রেডে পাস করেছে।

কামাল উদ্দিন/ এমমএএসন/পিআর