ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

`ব্যবসায় শিক্ষা শাখায় আবশ্যিক বিষয়ক` উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছে নওগাঁ জেলা কিমিটির শিক্ষকবৃন্দ। রোববার দুপুর ১২টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা শিক্ষক সমিতির জেলা কমিটির সভাপতি প্রভাষক শাহরিয়ার ইকবাল।

এ সময় কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক রিপন কুমার, প্রভাষক আফরোজা আকতার, রাসেল, আব্দুর রহমান, নাজমুল হক, শফিউল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক বিষয়গুলো বাধ্যতামূলক করার পর থেকে এমপিওভুক্ত কলেজে শত শত নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বিনা বেতনে ছাত্র-ছাত্রীদের পাঠদান করে আসছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। প্রভাষক পদে এমপিওভুক্তির জটিলতা নিরসনের দাবি জানান তারা।

আব্বাস আলী/এসএস/আরআইপি