নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নের মফস্বলের যাত্রা
নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু হয়েছে শিক্ষা ও সেবা সংস্থা ‘স্বপ্নের মফস্বল’। কেডি স্কুলের দশম শ্রেণির ছাত্র সুলতান শাহরিয়া শাফিকে আহ্বায়ক ও মওদুদ আহমেদকে সদস্য সচিব করে ১২ শিক্ষার্থীকে নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনটির উদ্বোধন করেন।
সংগঠনটির কার্যক্রম বিষয়ে আহ্বায়ক সুলতান শাহরিয়া শাফি বলেন, শিক্ষা ও সেবার সংস্পর্শে নিজ শহরকে এক স্বপ্নের মফস্বলে রূপান্তর করার স্লোগানকে সামনে রেখে আমরা পথচলা শুরু করেছি। আমাদের কার্যক্রমের মধ্যে ক্যারিয়ার কাউন্সেলিং, অলিম্পিয়াড আয়োজন, পথশিশুদের নিয়ে আয়োজন, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ সব ধরনের শিক্ষা ও সেবা কার্যক্রম থাকবে।
নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পরামর্শ দিয়ে এবং আর্থিকভাবে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবো।
সংগঠনের সদস্য- গিফারি, তনয়, ওয়াসি, রাজ্য, ইমন, রাজ, নাফি, তৌফিক, শাহরিয়ার সহ অনেকে শিক্ষা বিষয়ে বিভিন্ন কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া স্বপ্নের মফস্বলের সঙ্গে যুক্ত হয়ে সেবা কার্যক্রমে অংশগ্রহণে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন।
আব্বাস আলী/এমআরআর