বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে নীলফামারীকে
চলতি বছরের ১৮ মার্চ নীলফামারী জেলা সদরকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত এলাকা ঘোষণা করা হবে। এই তিনটি বিষয়ে সমাজের সকল স্তরের নেতৃবৃন্দকে একটি মঞ্চে হাজির করে শনিবার একটি সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। বেলা ১১টা থেকে ৩ ঘণ্টাব্যাপি জেলা সদরের শহীদ মিনার চত্বরে সংলাপ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক তাহমিন হক ববির সঞ্চালনায় প্রায় পাঁচ হাজার নারী পুরুষের উপস্থিতিতে এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে সকলস্তরের নেতৃবৃন্দ শুধু আইন প্রয়োগ করে নয়, সচেতনতার মাধ্যমে জেলা সদরের ১৫টি ইউনিয়ন ও পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি এসব প্রতিরোধে প্রতিবন্ধকতাগুলোকে চিহিৃত করেন। সমাধানে সকলে একমত পোষণ করেন।
সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী। শুভেচ্ছা বক্তব্য দেন ল্যাম্ব প্রকল্পের প্রোগ্রাম অফিসার বোরহান মৃধা, প্ল্যান ইন্টারন্যাশনালের রংপুর বিভাগের প্রধান প্রতিনিধি নজরুল ইসলাম।
সংলাপের মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলিমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক অ্যাড. আবু সোয়েম, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিজ্ঞ পিপি অ্যাড. রমেন্দ্র বর্ধন বাপী, মাদক নিয়ন্ত্রণ জেলা অফিসের উপ-পরিচালক, জেলা রেজিস্ট্রার, নিকাহ রেজিট্রার, জনপ্রতিনিধি, সুশীলসমাজ, নারী ফোরাম, কিশোর কিশোরী ফোরাম, ঘটক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মহিলা বিষয় কর্মকর্তা, স্কুল ও কলেজের শিক্ষক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রমুখ।
জাহেদুল ইসলাম/এমজেড/বিএ