ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে অটোরিকশাচাপায় স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ১১:২৮ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

শেরপুরে রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত অটোরিকশাচাপায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দুপুরে শেরপুর-শ্রীবরদী সড়কের ইন্দিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন আক্তার যুঁথি (১০) শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর গ্রামের মো. জমির উদ্দিনের মেয়ে। সে স্থানীয় ইন্দিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রীবরদীর ইন্দিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পড়ুয়া যুঁথি শনিবার দুপুর দেড়টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিলো। শেরপুর-শ্রীবরদী সড়কের ইন্দিলপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা স্কুলছাত্রী যুঁথিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার পর পর বিক্ষুদ্ধ জনতা প্রায় এক ঘণ্টা শেরপুর-শ্রীবরদী সড়ক অবরোধ করে রাখে এবং দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

শেরপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. এম. এ. জব্বার জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় শিশু যুঁথি মারা যায়। শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাকিম বাবুল/এমজেড