ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জিপিএ-৫ মানেই শিক্ষিত নয়

প্রকাশিত: ১০:২৬ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, শুধুমাত্র জিপিএ-৫ মানেই শিক্ষিত নয়। শিক্ষাগ্রহণ করে দেশ ও জাতি গঠনে স্ব স্ব স্থানে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাটাই হচ্ছে সুশিক্ষায় প্রকৃত শিক্ষিত। ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়ে অঢেল অর্থ সম্পদ গড়ে না তুলে প্রকৃত মানুষ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার আহ্বান জানান তিনি।    

শনিবার খুলনার ডুমুরিয়ার শাহপুর মধুগ্রাম কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গাজী আব্দুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুল আহসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের খুলনার উপ-পরিচালক টিএম জাকির হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা।

আলমগীর হান্নান/এআরএ/আরআইপি