ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ী শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন যারা

প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬

রাজবাড়ীতে জেলা শিল্পকলা একাডেমি পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননা ও একজন বিশিষ্ট সংঙ্গীত শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করেছে। শুক্রবার রাত ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির মিলনায়তনে এ শিল্পীদের মেডেল, নগদ অর্থ, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত গুণী শিল্পীবৃন্দ হলেন কণ্ঠে কাঙালিনী সুফিয়া, নৃত্যে আব্দুস ছাত্তার কালু, চারুকলায় মো. গোলাম আলী, নাট্যকলায় এটিএম রফিক উদ্দিন, লোকসংস্কৃতিতে জয়নুল আবেদীন ও বিশেষ সম্মাননা পান সঙ্গীত শিল্পী জেলা মহিলা ক্লাবের সভানেত্রী আফরোজা ইসলাম।

"
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দসহ গুণী শিল্পীদের ফুলের শুভেচ্ছা দেয়া ও উত্তীয় পরানো হয়। এতে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল।

"
সম্মাননা উপহার দেয়ার আগে গুণীজনদের জীবনী পাঠ করে শোনান জান্নাতুল ফেরদৌস মিমি। এ ছাড়া সম্মাননা শেষে সম্মাননাপ্রাপ্ত শিল্পীবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করেন।

"
সম্মাননা শেষে সম্মাননা প্রাপ্ত এসব গুণী শিল্পী ও শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠেনের আয়োজন করা হয়।

রুবেলুর রহমান/বিএ