ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গলাচিপা উপজেলা চেয়ারম্যানকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৫ জুলাই ২০২২

পটুয়াখালীর গলাচিপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন শাহকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি করে করে দলের একাংশের নেতাকর্মীরা। মিছিলটি থানা এলাকায় গেলে পুলিশ বাঁধা দিলে ফের পৌর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উপজেলায় উত্তেজনা দেখা দেয়। এমন পরিস্থিতিতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

patu1

বিক্ষোভ সমাবেশে গলাচিপা পৌর মেয়র তুহিন খলিফা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফরিদ আহসান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন লিটু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক বাপ্পি হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে বক্তারা দাবি করেন, উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ নিজের আধিপত্য বিস্তার করতে দলীয় নেতাকর্মীদের মারধরসহ স্থানীয়দের জিম্মি করে নির্যাতন করছেন। সর্বশেষ গত ১২ জুলাই উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের এক জনসভা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর আগেও তিনি উপজেলা নারী ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের অপমান করেন। এর প্রতিবাদে সে সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে ঝাড়ু মিছিল করে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস