ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা: রাজশাহী মেডিকেলে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৪ জুলাই ২০২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আ স ম আ মান্নান (৮৪) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) হাসপাতাল থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

আ স ম আ মান্নান রাজশাহী নগরের দড়িখড়বোনা এলাকার বাসিন্দা।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আ স ম আ মান্নান। তিনি করোনা পজিটিভসহ বার্ধক্যজনিত আরও কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাজশাহীতে গত মে মাসের প্রথম দিকে করোনা ও করোনা উপসর্গে দুজনের মৃত্যু হয়। ফলে দুই মাস পর রাজশাহীতে করোনায় কারও মৃত্যু হলো।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনযুক্ত ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি শয্যা রয়েছে। সেখানে করোনা সন্দেহভাজন দুজন ও করোনা আক্রান্ত একজন ভর্তি রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আরটি–পিসিআর ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়। তারা সবাই রাজশাহী জেলার বাসিন্দা। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৮ দশমিক ৫৭।

এনায়েত করিম/আরএইচ/এমএস