ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোটরসাইকেলের ধাক্কায় আনসার কমান্ডার নিহত

প্রকাশিত: ০৩:৪৩ এএম, ২৯ জানুয়ারি ২০১৬

ঝিনাইদহে মোটরসাইকলের ধাক্কায় আনসার প্লাটুন কমান্ডার এস এম জাহাঙ্গীর (৫৯) নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টায় ঝিনাইদহ আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে আনসার ক্যাম্পের সামনের সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর। পরে তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর। সকাল সাড়ে ৮টার দিকে আনসার ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

পরে তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

এআরএ/এমএস