ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে ২ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বেড়াতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ এর হাতে আটক হয়েছে দুই পর্যটক। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দিয়েছে বিএসএফ। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার বড়পুকুরিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে আবুল হাশেম (১৫) ও একই জেলার রানীহাট এলাকার নজরুল ইসলামের ছেলে সুলতান রহমান (১৬)।

Meherpurমুজিবনগর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রুস্তুম আলী জানান, বৃহস্পতিবার সকালে বগুড়ার শেরপুর শাহানগর ইসলামী দাখিল মাদরাসা থেকে  মুজিবনগর কমপ্লেক্সে পিকিনিকে আসে। এদের মধ্যে দশম শ্রেণির ছাত্র হাশেম আলী ও নবম শ্রেণির ছাত্র সুলতান আহমেদ সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে ভারতের মধ্যে প্রবেশ করে। এ সময় ভারতের নদীয়া জেলাধীন হৃদয়নগর ৮১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের দুইজনকে আটক করে নিয়ে যায়।

Meherpur
খবর পেয়ে বিজিবি তাদের মুক্তি চেয়ে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়। পরে ১০৫ নং আন্তর্জাতিক সীমনা পিলার এর কাছে নোম্যান্স ল্যান্ডে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দিয়েছে বিএসএফ। পরে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের দুইজনের স্বাস্থ্য পরীক্ষার পরে মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

বিজিপির পক্ষে পতাকা বৈঠকে নেতৃত্বে দেন মুজিবনগর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রুস্তুম আলী এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেন হৃদয়পুর ৮১ বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি নরেন্দ্র কুমার।

Meherpur
মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক দুইজনকে স্বাস্থ্য পরীক্ষার পর বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা এখন পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আতিকুর রহমান টিটু/এসএস