ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় শীতজনিত রোগে অর্ধশত শিশু হাসপাতালে

প্রকাশিত: ০৩:২৮ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

সাতক্ষীরায় শীত জেঁকে বসেছে। কয়েক দিনের প্রচণ্ড ঠান্ডায় জেলায় নিউমনিয়া ও ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। শিশু ও বৃদ্ধরা এ রোগে আক্রান্ত হচ্ছে বেশি। এ পর্যন্ত অর্ধশতাধিক শিশু সদর হাসপাতাল ও শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

দেখা গেছে, সন্ধ্যার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়তে থাকে। খুব জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতে দেখা যায় না। দ্রুতই বন্ধ হয়ে যাচ্ছে হাঁট-বাজার। ভোর বেলায় আবার ঘন কুয়াশা পড়তে থাকে। দুপুরের দিকে হালকা রোদ বের হলেও উত্তাপ কম। এতে শ্রমজীবী মানুষের ভোগান্তি বেড়েছে।

Satkhira-pic
অন্যদিকে, শীত বাড়ায় শহরের কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে। সাতক্ষীরা সদর হাসপাতাল ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছে অর্ধশত শিশু। সকল শিশুই ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত।

সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সামছুর রহমান জাগো নিউজকে বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে শীত বেশি পড়লে শিশু ও বয়ষ্করা শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া হতে পারে। এজন্য তিনি শীতে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি শিশুর বাড়তি নজর রাখার পরামর্শ দেন।

Satkhira-pic

এসএস/আরআইপি