টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ জুলাই) উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ওই গ্রামের মোস্তফা আলীর ছেলে ও প্রথম শ্রেণির ছাত্র মো. তানভীর (৯) এবং প্রবাসী হাফিজুর রহমানের ছেলে ও ষষ্ঠ শ্রেণির ছাত্র জিহাদ ইসলাম (১২)।
আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামের ইউপি মেম্বার নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেশী মোশাররফ হোসেন ও সাইদুর রহমান জানান, সকালে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় লিমন, তানভীর ও জিহাদ নামের তিন শিশু। তাদের মধ্যে তানভীর ও জিহাদ পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়।
লিমন নামের শিশুটি দৌড়ে বাড়ি এসে পরিবারের লোকজনকে জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, পরিবারের দাবির কারণে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম