ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে স্বর্ণযুগের সূচনা

এন কে বি নয়ন | ফরিদপুর | প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৫ জুন ২০২২

স্বপ্নের পদ্মা সেতুর দ্বার খুলেছে শনিবার (২৫ জুন)। সূচনা হলো ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলায় স্বর্ণযুগের।

এরই মধ্যে শিল্প, কৃষি ও পর্যটনখাতে বহুমুখী প্রকল্প নিয়ে কর্মপরিকল্পনা শুরু করেছেন বিনিয়োগকারীরা। তারা মনে করছেন, অবহেলিত এ জেলাগুলোর সবদিক দিয়েই উন্নতি হবে। লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু ও ঢাকা-ভাঙ্গা সড়কে এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে এ রুটে যাতায়াতের সময় কমেছে। রাজধানীতে কর্মরত ফরিদপুর অঞ্চলের মানুষ নিজ বাড়ি থেকেই অফিস-আদালত, জরুরি কাজ-কর্ম করতে পারবেন। আগে ফরিদপুর থেকে ঢাকা যেতে পাঁচ ঘণ্টারও বেশি সময় লেগেছে। সেতু চালু হওয়ায় এখন দুই ঘণ্টার মধ্যে রাজধানীতে পৌঁছাতে পারবো।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর মোটর ওয়ার্কার ইউনিয়নের সভাপতি মো. জুবায়ের জাকির জাগো নিউজকে বলেন, ‘পদ্মা সেতু পাড়ি দিয়ে খুব কম সময়েই ফরিদপুরবাসী ঢাকায় পৌঁছাতে পারবে। বর্তমানে ফরিদপুর থেকে ভাঙ্গা পৌঁছাতে ঘণ্টাখানেক, ভাঙ্গা থেকে কাঁঠালবাড়ি পৌঁছাতে আরও প্রায় এক ঘণ্টা সময় লাগে। ফরিদপুর থেকে এখন দুই ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছানো যাবে। এতে প্রায় তিন ঘণ্টার বেশি সময় বাঁচবে।’

ভাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার সি এম আক্তার হায়দার জাগো নিউজকে বলেন, ‘পদ্মা সেতুকে কেন্দ্র করে ভাঙ্গা থেকে রাজশাহী পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। এছাড়া ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত একটি লোকাল ট্রেনও চলছে। পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু হলে মানুষ বাড়ি থেকেই রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে অফিস-আদালত, কাজ-কর্ম করতে পারবেন।’

jagonews24

ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ভাঙ্গা উপজেলার বাসিন্দা এস এম রাশেদ। তিনি জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘদিন ঢাকায় চাকরি করি। যাতায়াতে ভোগান্তির কারণে বাড়িতে তেমন আসা-যাওয়া হয় না। এখন ভাবছি বাড়ি থেকেই অফিস করবো।’

ভাঙ্গার পুলিয়া গ্রামের বাসিন্দা সোহাগ মাতুব্বর ও সালথা উপজেলা সদরের বাসিন্দা বিধান মন্ডল জাগো নিউজকে বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা খুব সহজ হলো। পাশাপাশি সেতুর রেল চালু হলে যাতায়াত আরও সহজ হবে। বাসের চেয়ে ট্রেনে চলাচলে সবাই বেশ স্বস্তি পাবেন।’

ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মো. শহিদুল হক বলেন, সেতুর মাধ্যমে শুধু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগেরই অবসান হবে না, এ অঞ্চল তথা দেশে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।

ফরিদপুর শহরের ব্যাংকার হারুন-অর-রশিদ জাগো নিউজকে বলেন, চলাচল সহজের পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু। ব্যবসায় শুরু হবে স্বর্ণযুগের।

ভাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আইয়ুব আলী বলেন, ‘পদ্মা সেতুকে নিয়ে আমরা গর্ববোধ করি। কিছুদিন আগে যারা ভাঙ্গায় এসেছেন, এখন এলে তারা চিনতে পারবেন না। পদ্মা সেতুর কল্যাণে এখানে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের কাজ এগিয়ে চলছে। এতে মানুষের কর্মসংস্থান হবে। বদলে যাবে আর্থ-সামাজিক অবস্থা।’

পদ্মা সেতু জেলার চিত্র বদলে দিয়েছে বলে জানান নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার। তিনি জাগো নিউজকে বলেন, ভাঙ্গা থেকে জাজিরা পর্যন্ত এক্সপ্রেসওয়ের দুই পাশের বেশিরভাগ জমি কিনে নিয়েছে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা। অনেক প্রতিষ্ঠানের অবকাঠামোগত কাজও শুরু হয়েছে। প্রতিষ্ঠানগুলোর স্থাপনের কাজ শেষ হলে এলাকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন জাগো নিউজকে বলেন, ‘এ পথে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। রোগী নিয়ে যেতে হলে ঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। অনেক সময় ঘাটেই রোগী মারা গেছে। জ্যামের কারণে অনেক বিদেশগামী লোকের ফ্লাইটও মিস হয়েছে। তবে এবার এ সেতুর ফলে আর এসব সমস্যা হবে না।’

পদ্মা সেতু দেশের মর্যাদার প্রতীক বলে মন্তব্য করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও দি মীর গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেন।

jagonews24

তিনি বলেন, পদ্মা সেতু স্বপ্নের প্রকল্প। বিশ্বব্যাংক যখন মুখ ফিরিয়ে নিলো, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ এ উদ্যোগ বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখেছে। এ কারণে এ সেতু আমাদের মর্যাদার প্রতীক।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও একেএইচ গ্রুপের পরিচালক শামীম হক জাগো নিউজকে বলেন, পদ্মা সেতু ফরিদপুরসহ দক্ষিণবঙ্গের বিশাল পরিবর্তনের সুযোগ সৃষ্টি করবে। এ সেতু ব্যবসায়ীদের জন্য উন্নয়নের দ্বার খুলে দেবে।

তিনি বলেন, এ অঞ্চলে জমির দাম কম। শ্রমিকের সহজলভ্যতা রয়েছে। ফলে এ অঞ্চলে শিল্প প্রতিষ্ঠায় আগ্রহী হবেন শিল্পপতিরা। একটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে যেসব অনুকূল পরিবেশ থাকা দরকার, তার সবকিছুই এ অঞ্চলে রয়েছে।

এসআর/এএইচ/এএসএম

টাইমলাইন

  1. ০৪:৪৫ পিএম, ২৬ জুন ২০২২ প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ৮২ লাখ টাকা টোল আদায়
  2. ১২:১৫ পিএম, ২৬ জুন ২০২২ পদ্মা সেতুতে বাস-প্রাইভেটকার থামিয়ে সেলফি তোলার হিড়িক
  3. ০৯:২৯ এএম, ২৬ জুন ২০২২ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গাড়ির দীর্ঘ সারি
  4. ০৮:৩১ এএম, ২৬ জুন ২০২২ বাসের জন্য অপেক্ষা, পিকআপেই পদ্মা সেতু পার
  5. ০৮:২৮ এএম, ২৬ জুন ২০২২ টোল প্লাজায় পদ্মা জয়ের উৎসব
  6. ০৭:৩৬ এএম, ২৬ জুন ২০২২ ‘পুরা ঈদ ঈদ লাগছে’
  7. ০৬:৩৩ পিএম, ২৫ জুন ২০২২ প্রবাস থেকে স্ত্রীর ভিডিও কলে পদ্মা সেতু দেখলেন স্বামী
  8. ০৫:২৩ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু বাংলাদেশের প্রথম দোতলা সেতু
  9. ০৪:৫৭ পিএম, ২৫ জুন ২০২২ বাসে পদ্মা সেতু পার হলেন মন্ত্রী-কূটনীতিক-রাজনীতিবিদরা
  10. ০৪:৩০ পিএম, ২৫ জুন ২০২২ কেউ দাবায়ে রাখতে পারেনি, আমরাই বিজয়ী: প্রধানমন্ত্রী
  11. ০৪:২২ পিএম, ২৫ জুন ২০২২ আসুন, দেখে যান পদ্মা সেতু হয়েছে কি না: খালেদাকে প্রধানমন্ত্রী
  12. ০৪:১৯ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু দেখতে আসার পথে গাড়িতেই ঘুম, গাড়িতেই খাওয়া
  13. ০৪:০৯ পিএম, ২৫ জুন ২০২২ স্যাটেলাইট ও গুগল আর্থে যেমন দেখায় পদ্মা সেতু
  14. ০৩:২৭ পিএম, ২৫ জুন ২০২২ শরীরে পদ্মা সেতু-প্রধানমন্ত্রীর ছবি আঁকলেন যুবক
  15. ০৩:০৬ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধনে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
  16. ০৩:০১ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মার আকাশে লাল-সবুজের বর্ণিল আয়োজন উপভোগ করলেন প্রধানমন্ত্রী
  17. ০২:০৯ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু: ভোলার তাজা ইলিশের স্বাদ পাবে সারাদেশের মানুষ
  18. ০২:০৪ পিএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন পদ্মা সেতুতে জমি দেওয়া শরিতুন
  19. ০১:৪৯ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর ওপর হাজারো মানুষের ঢল
  20. ০১:৪৬ পিএম, ২৫ জুন ২০২২ শেখ হাসিনার নাম চিরদিন জনগণের হৃদয়ে গেঁথে থাকবে: কাদের
  21. ০১:৪৩ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু করে বাধাদানকারীদের সমুচিত জবাব দিলাম: প্রধানমন্ত্রী
  22. ০১:৪০ পিএম, ২৫ জুন ২০২২ আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই: প্রধানমন্ত্রী
  23. ০১:২৬ পিএম, ২৫ জুন ২০২২ আজ দক্ষিণাঞ্চলের মানুষের বিশেষ দিন: প্রধানমন্ত্রী
  24. ০১:২৩ পিএম, ২৫ জুন ২০২২ ফরিদপুরে স্বর্ণযুগের সূচনা
  25. ০১:২৩ পিএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব-তামিম
  26. ০১:০১ পিএম, ২৫ জুন ২০২২ স্বপ্নজয়ী প্রধানমন্ত্রীকে ডিইউজের অভিনন্দন
  27. ১২:৫৫ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু নিয়ে যা বললেন সুধীজনেরা
  28. ১২:৪৭ পিএম, ২৫ জুন ২০২২ অর্থায়নে পিছু হটা বিশ্বব্যাংক অভিনন্দন জানালো বাংলাদেশকে
  29. ১২:৪৫ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর জনসভায় যোগ দেননি শরীয়তপুরের ৩ এমপি
  30. ১২:৪০ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুতে টোলমুক্ত অ্যাম্বুলেন্স চলাচল চান ডা. জাফরুল্লাহ
  31. ১২:৩৯ পিএম, ২৫ জুন ২০২২ আন্তর্জাতিক গণমাধ্যমে পদ্মা সেতুর জয়জয়কার
  32. ১২:২৮ পিএম, ২৫ জুন ২০২২ ‘নাতি-নাতনিদের কাছে গল্প করবো কীভাবে পদ্মা নদী পাড়ি দিতাম’
  33. ১২:২৬ পিএম, ২৫ জুন ২০২২ মঞ্চের বাইরেও উৎসবের আমেজ
  34. ১২:২০ পিএম, ২৫ জুন ২০২২ ফিরলেন আবুল হোসেন!
  35. ১২:০৬ পিএম, ২৫ জুন ২০২২ সড়কে ১০ কিলোমিটার যানজট, হেঁটে সভামুখী মানুষ
  36. ১২:০২ পিএম, ২৫ জুন ২০২২ খুললো শত-সহস্র স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার
  37. ১২:০০ পিএম, ২৫ জুন ২০২২ অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ: পদ্মা সেতুর শুভ উদ্বোধন
  38. ১১:৫১ এএম, ২৫ জুন ২০২২ টোল দিয়ে পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী
  39. ১১:৫০ এএম, ২৫ জুন ২০২২ বাংলাদেশের জনগণই আমার সাহসের ঠিকানা: প্রধানমন্ত্রী
  40. ১১:৪৮ এএম, ২৫ জুন ২০২২ কিডনি প্রতিস্থাপন না করে উদ্বোধনের অপেক্ষায় ছিলেন সেতুর ডিপিডি
  41. ১১:৪৫ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধন: উচ্ছ্বসিত স্পেন প্রবাসীরা
  42. ১১:৪১ এএম, ২৫ জুন ২০২২ উন্নয়নের মহাকবি শেখ হাসিনার মুখে ‘পদ্মা সেতু’র গল্প
  43. ১১:৩৭ এএম, ২৫ জুন ২০২২ আবুল হোসেনের প্রতি সহমর্মিতা জানালেন প্রধানমন্ত্রী
  44. ১১:৩৪ এএম, ২৫ জুন ২০২২ আজ আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই: প্রধানমন্ত্রী
  45. ১১:২৯ এএম, ২৫ জুন ২০২২ বাসেও আসছেন মানুষ, পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কে দীর্ঘসারি
  46. ১১:২৭ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীর কণ্ঠে ‘সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়’
  47. ১১:২৬ এএম, ২৫ জুন ২০২২ ‘আমরা সড়কে বসেই পদ্মা সেতুর আনন্দ পাচ্ছি’
  48. ১১:২৫ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধন: জনসভায় শরীয়তপুরের লাখো মানুষ
  49. ১১:২২ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে গান শোনাতে নাটোর থেকে মুন্সিগঞ্জে ইসহাক মিয়া
  50. ১১:১৮ এএম, ২৫ জুন ২০২২ লঞ্চভর্তি লোক আসছে দক্ষিণাঞ্চল থেকে
  51. ১১:১৩ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধন
  52. ১১:১০ এএম, ২৫ জুন ২০২২ কংক্রিটের অবকাঠামো নয়, পদ্মা সেতু আমাদের অহংকার: প্রধানমন্ত্রী
  53. ১১:০৮ এএম, ২৫ জুন ২০২২ চরম মানসিক যন্ত্রণার শিকার হয়েছিলেন অনেকে: প্রধানমন্ত্রী
  54. ১১:০২ এএম, ২৫ জুন ২০২২ ‘বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু’
  55. ১১:০১ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু উদ্বোধন: সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী
  56. ১০:৫৪ এএম, ২৫ জুন ২০২২ আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি: কাদের
  57. ১০:৫৩ এএম, ২৫ জুন ২০২২ বাংলাবাজার ঘাটে হাজারো যাত্রী নিয়ে বিলাসবহুল সব লঞ্চ
  58. ১০:৩৯ এএম, ২৫ জুন ২০২২ সমাবেশে আগতদের পানি দিচ্ছে র‌্যাব
  59. ১০:২৮ এএম, ২৫ জুন ২০২২ বাংলাবাজারের জনসভাস্থলে বৃষ্টি
  60. ১০:২৪ এএম, ২৫ জুন ২০২২ পদ্মার বুকে লঞ্চ-নৌকার মেলা
  61. ১০:১৮ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু হওয়ায় বিএনপি খুশি হয়নি: তথ্যমন্ত্রী
  62. ১০:১৬ এএম, ২৫ জুন ২০২২ সন্নিকটে সেই মাহেন্দ্রক্ষণ, উদ্বোধনী অনুষ্ঠান শুরু
  63. ১০:১২ এএম, ২৫ জুন ২০২২ মাওয়ার সভামঞ্চে শেখ হাসিনা
  64. ১০:০৩ এএম, ২৫ জুন ২০২২ মাওয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  65. ০৯:৪৯ এএম, ২৫ জুন ২০২২ ফেরিঘাটে আর ঝরবে না মুমূর্ষু রোগীর প্রাণ
  66. ০৯:৪৪ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীর অপেক্ষায় মাওয়া প্রান্ত
  67. ০৯:৪৩ এএম, ২৫ জুন ২০২২ বেনাপোল স্থলবন্দরের দৃশ্য পাল্টে দেবে পদ্মা সেতু
  68. ০৯:৩৪ এএম, ২৫ জুন ২০২২ নৌকা-ট্রলারে করে জনসভায় আসছে মানুষ
  69. ০৯:৩২ এএম, ২৫ জুন ২০২২ হেলিকপ্টারযোগে পদ্মা সেতুর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
  70. ০৮:৫৯ এএম, ২৫ জুন ২০২২ সুধীজনে মুখরিত মাওয়ার সমাবেশস্থল
  71. ০৮:৫৫ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর ছোঁয়ায় বদলে যাওয়া ভাঙ্গা গোলচত্বর
  72. ০৮:৩৩ এএম, ২৫ জুন ২০২২ স্বপ্নের সেতুতে ভোগান্তির চিরমুক্তি
  73. ০৮:০৫ এএম, ২৫ জুন ২০২২ বারবার হত্যার ষড়যন্ত্রের পরও পদ্মা সেতু
  74. ০৮:০৩ এএম, ২৫ জুন ২০২২ আজ বাংলাদেশের বড়দিন
  75. ০৮:০২ এএম, ২৫ জুন ২০২২ ‘পদ্মা কন্যা শেখ হাসিনা’
  76. ০৮:০১ এএম, ২৫ জুন ২০২২ দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন সত্য হচ্ছে আজ
  77. ০৭:৪১ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীসহ অতিথিদের অপেক্ষায় মাওয়া প্রান্ত
  78. ০৭:২৩ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু উদ্বোধন: জনসভায় আসতে শুরু করেছে মানুষ
  79. ০৪:২৭ এএম, ২৫ জুন ২০২২ ভাঙ্গার গোলচত্বরে বর্ণিল আলোকসজ্জা, গভীর রাতেও মানুষের ভিড়
  80. ০১:৩০ এএম, ২৫ জুন ২০২২ রাত পোহালেই খুলে যাবে স্বপ্নের পদ্মা সেতুর দ্বার
  81. ১২:৫৭ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পদ্মাপাড়ে সুসজ্জিত ৫০ নৌকা
  82. ১২:২৫ এএম, ২৫ জুন ২০২২ ‘সর্বনাশা’ থেকে ‘সর্বআশা’ পদ্মা
  83. ১১:৫৪ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মার বুক চিরে বাংলাদেশের ‘সাহস’
  84. ১০:০২ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতু পারাপারে কোন বাহনের কত টোল
  85. ১০:০০ পিএম, ২৪ জুন ২০২২ আধুনিক পদ্ধতিতে পদ্মা সেতুর টোল আদায়, লাগবে ৩ সেকেন্ড
  86. ০৯:৫৭ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিচ্ছেন বরিশালের লক্ষাধিক মানুষ
  87. ০৯:৫৪ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতুর আদ্যোপান্ত
  88. ০৯:৪৯ পিএম, ২৪ জুন ২০২২ ‌‌‌‌‘পদ্মা সেতু খুলে দেবে খেলাধুলার দুয়ারও’
  89. ০৯:০৮ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতু হয়ে কোন রুটে বাসভাড়া কত
  90. ০৮:৫২ পিএম, ২৪ জুন ২০২২ ৯ মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে পদ্মা সেতু