ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মা সেতুর ছোঁয়ায় বদলে যাওয়া ভাঙ্গা গোলচত্বর

এন কে বি নয়ন | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৫ জুন ২০২২

পদ্মা সেতু আর ভাঙ্গা গোলচত্বর স্বপ্নের মতোই বদলে দিয়েছে ফরিদপুরের গ্রামীণ জনপদের চিত্র। এক সময় যে স্থানটি গ্রাম্য চায়ের স্টলে ঠাসা ছিল সেই স্থানটি এখন নান্দনিকতার দ্যুতি ছড়াচ্ছে। ভাঙ্গা গোলচত্বর কেবল ওই অঞ্চলের সড়ক পথে চলাচলকে সহজ করেনি বরং এটি কয়েক জেলার মানুষের কাছে একটি দর্শনীয় স্থানের পরিচিতিও পেয়েছে। দৃষ্টিনন্দন এ স্থানটিতে সময় কাটাতে প্রতিদিন সকাল-বিকেলে হাজারও মানুষ ভিড় করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, একসময় নৌপথ নির্ভর জেলা ছিল ফরিদপুর। জেলার প্রসিদ্ধ বাণিজ্যকেন্দ্র ছিল কুমারগঞ্জ। পরে এটি নাম বদলে পরিচিতি পায় ভাঙ্গার হাট হিসেবে। ওই এলাকায় অত্যাধুনিক একটি ফ্লাইওভারসহ গড়ে উঠেছে ভাঙ্গা গোলচত্বর। বর্তমানে এলাকাটি দেখলে বোঝার উপায় নেই, যে এটি সেই গ্রামীণ জনপদ, যেখানে চলাচলে একসময় লেগে থাকতো কেবলই ভোগান্তি। ভাঙ্গা গোলচত্বর নির্মাণের ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজট আর সরু পথে চলার সেই দুর্ভোগের অবসান হয়েছে বিস্ময়করভাবে। ঢাকার সঙ্গে পদ্মা সেতুর সংযোগে গড়ে তোলা এক্সপ্রেসওয়ের একপ্রান্ত মিশেছে ফরিদপুরের ভাঙ্গার এই গোলচত্বরে। পদ্মা সেতু থেকে প্রায় ২০ কিলোমিটার জুড়ে নয়নাভিরাম চার লেনের সুপ্রশস্ত মহাসড়ক এসে মিলিত হয়েছে এখানে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম অগ্রাধিকার পদ্মা সেতু প্রকল্পের অংশ হিসেবে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা হয় ২০২০ সালের ১২ মার্চ। ২০১৬ সালের মে মাসে এর কাজ শুরু হয়। দেশের প্রথম এশিয়ান এক্সপ্রেসওয়ের অংশ হিসেবে ভাঙ্গার গোলচত্বরে গড়ে তোলা হয়েছে একটি নান্দনিক ফ্লাইওভার। এর মাধ্যমে বহুপ্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদর হয়ে উঠবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার। পদ্মা সেতু চালুর পর ভাঙ্গা থেকে মাত্র পৌনে এক ঘণ্টায় রাজধানীতে পৌঁছানো যাবে।

jagonews24

সরেজমিনে দেখা যায়, ভাঙ্গার গোলচত্বর থেকে চার লেনের সড়ক চারদিকে চলে গেছে। মাঝে দুটি ওভারব্রিজ এবং নিচে বিস্তৃত বাইপাস ফ্লাইওভারটিকে নান্দনিক করে তুলেছে। ভাঙ্গা গোলচত্বরের ফ্লাইওভারের পশ্চিমে গোপালগঞ্জ হয়ে খুলনা-বেনাপোল সড়ক, দক্ষিণে মাদারীপুর, বরিশাল হয়ে পটুয়াখালীর পায়রা সেতু হয়ে কুয়াকাটা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা পর্যন্ত সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। উত্তর দিকের সড়কটি ফরিদপুর জেলা সদর হয়ে রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুরের দিকে চলে গেছে। আর এ সড়ক দিয়েই দৌলতদিয়া ঘাটে ফেরি পার হয়ে মানিকগঞ্জ হয়ে ঢাকায় যাওয়া যায়। পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা যেতে সময় লাগবে ৪০-৪৫ মিনিট। যেখানে আগে সময় লাগতো পাঁচ থেকে ছয় ঘণ্টা।

এলাকার প্রবীণরা জানান, কয়েক যুগ আগে ফরিদপুর, টেকেরহাট, গোপালগঞ্জ ও মাদারীপুর এলাকার কুমার নদীর তীরবর্তী বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে উঠেছিল কুমারগঞ্জ। প্রায় শতবছর আগে কুমার নদীর দুই পাড়ের মানুষের জীবন ও জীবিকা গড়ে উঠেছিল এ কুমারগঞ্জকে ঘিরে। তবে দেশ স্বাধীনের আগে হঠাৎ করেই একদিন কুমারগঞ্জের কুমার নদীর দুই পাড়ের বাসিন্দাদের মাঝে হাট নিয়ে সৃষ্টি হয় বিবাদ। এরপর নদীর দক্ষিণের গঞ্জ ছেড়ে উত্তরের মানুষেরা নদীর এ পাড়ে গড়ে তোলেন নতুন একটি বাজার। এর পর থেকে সেটি লোকমুখে ভাঙ্গার হাট নামে পরিচিত হয়ে ওঠে। এভাবেই ভাঙ্গার নামকরণ বলে জানা গেছে।

এ ভাঙ্গা প্রথমে একটি থানা এবং পরবর্তীকালে উপজেলায় রূপ নেয়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ পথে ঢাকা থেকে মাওয়া ফেরিঘাট হয়ে খুলনার সঙ্গে সংযোগ স্থাপনকারী এশিয়ান হাইওয়ে নির্মিত হওয়ার পর ২০০০ সালের প্রথম দিক থেকেই ভাঙ্গা উপজেলার গুরুত্ব বাড়তে থাকে।

jagonews24

শনিবার (২৫ জুন) উদ্বোধন হবে পদ্মা সেতু। এখন সারাদেশের নজর স্বপ্নের পদ্মা সেতু ও এশিয়ান এক্সপ্রেসওয়ের দিকে। বড় দুটি প্রকল্প ঘিরে জনমনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। পদ্মা সেতু চালুর পর ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ শুধুই যে সহজ হবে তাই নয়; একইসঙ্গে ফরিদপুরের আর্থসামাজিক ক্ষেত্রে নব দিগন্তের সূচনা হবে। পদ্মা সেতু দিয়ে ফরিদপুরে পাইপলাইনে গ্যাস সঞ্চালনের পথ সুগম হবে। ফরিদপুরে গড়ে উঠবে সরকারি-বেসরকারি উদ্যোগে নানা প্রতিষ্ঠান এবং ভারী শিল্প-কলকারখানা। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এখানকার মানুষের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা দেশের জাতীয় আয় তথা জিডিপি প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

ফরিদপুর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা জাগো নিউজকে বলেন, পদ্মা সেতু চালুর পর থেকে ভাঙ্গার মোড় ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ রাজধানী ঢাকার সঙ্গে সড়কপথে সরাসরি যুক্ত হবে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র মোংলা, পায়রা ও বেনাপোল বন্দরের সংযোগ সৃষ্টি হবে। এই সড়ক পথের পাশাপাশি তৈরি হচ্ছে রেল যোগাযোগ। বর্তমানে এক্সপ্রেসওয়ের পাশ দিয়েই চলছে এই রেললাইন নির্মাণের আরেক মহাযজ্ঞ।

ফরিদপুরের ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক নিরু মুন্সি জাগো নিউজকে বলেন, একসময় এখানকার মানুষের ভরসা ছিল নৌপথ। পদ্মা সেতু চালুর ফলে সরাদেশের সঙ্গে সড়কপথেও সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে। এর ফলে গড়ে উঠবে নতুন নতুন শিল্পকারখানা। এরই মধ্যে বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা জমি কিনতে শুরু করেছে।

jagonews24

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাসুদুল হক জাগো নিউজকে বলেন, ফরিদপুর একটি প্রাচীনতম জেলা। পদ্মা সেতুর কারণে উন্নয়নের নতুন দ্বার খুলে গেছে। একটি সেতুতেই বদলে গেছে ফরিদপুরের চিত্র। ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। অত্র অঞ্চলের কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটবে।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার জাগো নিউজকে বলেন, পদ্মা সেতু চালুর পর ভাঙ্গার গুরুত্ব আরও বাড়বে। অত্র অঞ্চলকে ঘিরে একটি ইকোনমিক জোন গড়ে তোলার প্রস্তাব এরইমধ্যে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ভাঙ্গায় পদ্মা সেতু জাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এছাড়া ভাঙ্গায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক মান মন্দির ও তাঁতপল্লীসহ নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে।

এমআরআর/এএইচ/এএসএম

টাইমলাইন

  1. ০৪:৪৫ পিএম, ২৬ জুন ২০২২ প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ৮২ লাখ টাকা টোল আদায়
  2. ১২:১৫ পিএম, ২৬ জুন ২০২২ পদ্মা সেতুতে বাস-প্রাইভেটকার থামিয়ে সেলফি তোলার হিড়িক
  3. ০৯:২৯ এএম, ২৬ জুন ২০২২ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গাড়ির দীর্ঘ সারি
  4. ০৮:৩১ এএম, ২৬ জুন ২০২২ বাসের জন্য অপেক্ষা, পিকআপেই পদ্মা সেতু পার
  5. ০৮:২৮ এএম, ২৬ জুন ২০২২ টোল প্লাজায় পদ্মা জয়ের উৎসব
  6. ০৭:৩৬ এএম, ২৬ জুন ২০২২ ‘পুরা ঈদ ঈদ লাগছে’
  7. ০৬:৩৩ পিএম, ২৫ জুন ২০২২ প্রবাস থেকে স্ত্রীর ভিডিও কলে পদ্মা সেতু দেখলেন স্বামী
  8. ০৫:২৩ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু বাংলাদেশের প্রথম দোতলা সেতু
  9. ০৪:৫৭ পিএম, ২৫ জুন ২০২২ বাসে পদ্মা সেতু পার হলেন মন্ত্রী-কূটনীতিক-রাজনীতিবিদরা
  10. ০৪:৩০ পিএম, ২৫ জুন ২০২২ কেউ দাবায়ে রাখতে পারেনি, আমরাই বিজয়ী: প্রধানমন্ত্রী
  11. ০৪:২২ পিএম, ২৫ জুন ২০২২ আসুন, দেখে যান পদ্মা সেতু হয়েছে কি না: খালেদাকে প্রধানমন্ত্রী
  12. ০৪:১৯ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু দেখতে আসার পথে গাড়িতেই ঘুম, গাড়িতেই খাওয়া
  13. ০৪:০৯ পিএম, ২৫ জুন ২০২২ স্যাটেলাইট ও গুগল আর্থে যেমন দেখায় পদ্মা সেতু
  14. ০৩:২৭ পিএম, ২৫ জুন ২০২২ শরীরে পদ্মা সেতু-প্রধানমন্ত্রীর ছবি আঁকলেন যুবক
  15. ০৩:০৬ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধনে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
  16. ০৩:০১ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মার আকাশে লাল-সবুজের বর্ণিল আয়োজন উপভোগ করলেন প্রধানমন্ত্রী
  17. ০২:০৯ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু: ভোলার তাজা ইলিশের স্বাদ পাবে সারাদেশের মানুষ
  18. ০২:০৪ পিএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন পদ্মা সেতুতে জমি দেওয়া শরিতুন
  19. ০১:৪৯ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর ওপর হাজারো মানুষের ঢল
  20. ০১:৪৬ পিএম, ২৫ জুন ২০২২ শেখ হাসিনার নাম চিরদিন জনগণের হৃদয়ে গেঁথে থাকবে: কাদের
  21. ০১:৪৩ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু করে বাধাদানকারীদের সমুচিত জবাব দিলাম: প্রধানমন্ত্রী
  22. ০১:৪০ পিএম, ২৫ জুন ২০২২ আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই: প্রধানমন্ত্রী
  23. ০১:২৬ পিএম, ২৫ জুন ২০২২ আজ দক্ষিণাঞ্চলের মানুষের বিশেষ দিন: প্রধানমন্ত্রী
  24. ০১:২৩ পিএম, ২৫ জুন ২০২২ ফরিদপুরে স্বর্ণযুগের সূচনা
  25. ০১:২৩ পিএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব-তামিম
  26. ০১:০১ পিএম, ২৫ জুন ২০২২ স্বপ্নজয়ী প্রধানমন্ত্রীকে ডিইউজের অভিনন্দন
  27. ১২:৫৫ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু নিয়ে যা বললেন সুধীজনেরা
  28. ১২:৪৭ পিএম, ২৫ জুন ২০২২ অর্থায়নে পিছু হটা বিশ্বব্যাংক অভিনন্দন জানালো বাংলাদেশকে
  29. ১২:৪৫ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর জনসভায় যোগ দেননি শরীয়তপুরের ৩ এমপি
  30. ১২:৪০ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুতে টোলমুক্ত অ্যাম্বুলেন্স চলাচল চান ডা. জাফরুল্লাহ
  31. ১২:৩৯ পিএম, ২৫ জুন ২০২২ আন্তর্জাতিক গণমাধ্যমে পদ্মা সেতুর জয়জয়কার
  32. ১২:২৮ পিএম, ২৫ জুন ২০২২ ‘নাতি-নাতনিদের কাছে গল্প করবো কীভাবে পদ্মা নদী পাড়ি দিতাম’
  33. ১২:২৬ পিএম, ২৫ জুন ২০২২ মঞ্চের বাইরেও উৎসবের আমেজ
  34. ১২:২০ পিএম, ২৫ জুন ২০২২ ফিরলেন আবুল হোসেন!
  35. ১২:০৬ পিএম, ২৫ জুন ২০২২ সড়কে ১০ কিলোমিটার যানজট, হেঁটে সভামুখী মানুষ
  36. ১২:০২ পিএম, ২৫ জুন ২০২২ খুললো শত-সহস্র স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার
  37. ১২:০০ পিএম, ২৫ জুন ২০২২ অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ: পদ্মা সেতুর শুভ উদ্বোধন
  38. ১১:৫১ এএম, ২৫ জুন ২০২২ টোল দিয়ে পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী
  39. ১১:৫০ এএম, ২৫ জুন ২০২২ বাংলাদেশের জনগণই আমার সাহসের ঠিকানা: প্রধানমন্ত্রী
  40. ১১:৪৮ এএম, ২৫ জুন ২০২২ কিডনি প্রতিস্থাপন না করে উদ্বোধনের অপেক্ষায় ছিলেন সেতুর ডিপিডি
  41. ১১:৪৫ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধন: উচ্ছ্বসিত স্পেন প্রবাসীরা
  42. ১১:৪১ এএম, ২৫ জুন ২০২২ উন্নয়নের মহাকবি শেখ হাসিনার মুখে ‘পদ্মা সেতু’র গল্প
  43. ১১:৩৭ এএম, ২৫ জুন ২০২২ আবুল হোসেনের প্রতি সহমর্মিতা জানালেন প্রধানমন্ত্রী
  44. ১১:৩৪ এএম, ২৫ জুন ২০২২ আজ আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই: প্রধানমন্ত্রী
  45. ১১:২৯ এএম, ২৫ জুন ২০২২ বাসেও আসছেন মানুষ, পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কে দীর্ঘসারি
  46. ১১:২৭ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীর কণ্ঠে ‘সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়’
  47. ১১:২৬ এএম, ২৫ জুন ২০২২ ‘আমরা সড়কে বসেই পদ্মা সেতুর আনন্দ পাচ্ছি’
  48. ১১:২৫ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধন: জনসভায় শরীয়তপুরের লাখো মানুষ
  49. ১১:২২ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে গান শোনাতে নাটোর থেকে মুন্সিগঞ্জে ইসহাক মিয়া
  50. ১১:১৮ এএম, ২৫ জুন ২০২২ লঞ্চভর্তি লোক আসছে দক্ষিণাঞ্চল থেকে
  51. ১১:১৩ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধন
  52. ১১:১০ এএম, ২৫ জুন ২০২২ কংক্রিটের অবকাঠামো নয়, পদ্মা সেতু আমাদের অহংকার: প্রধানমন্ত্রী
  53. ১১:০৮ এএম, ২৫ জুন ২০২২ চরম মানসিক যন্ত্রণার শিকার হয়েছিলেন অনেকে: প্রধানমন্ত্রী
  54. ১১:০২ এএম, ২৫ জুন ২০২২ ‘বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু’
  55. ১১:০১ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু উদ্বোধন: সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী
  56. ১০:৫৪ এএম, ২৫ জুন ২০২২ আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি: কাদের
  57. ১০:৫৩ এএম, ২৫ জুন ২০২২ বাংলাবাজার ঘাটে হাজারো যাত্রী নিয়ে বিলাসবহুল সব লঞ্চ
  58. ১০:৩৯ এএম, ২৫ জুন ২০২২ সমাবেশে আগতদের পানি দিচ্ছে র‌্যাব
  59. ১০:২৮ এএম, ২৫ জুন ২০২২ বাংলাবাজারের জনসভাস্থলে বৃষ্টি
  60. ১০:২৪ এএম, ২৫ জুন ২০২২ পদ্মার বুকে লঞ্চ-নৌকার মেলা
  61. ১০:১৮ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু হওয়ায় বিএনপি খুশি হয়নি: তথ্যমন্ত্রী
  62. ১০:১৬ এএম, ২৫ জুন ২০২২ সন্নিকটে সেই মাহেন্দ্রক্ষণ, উদ্বোধনী অনুষ্ঠান শুরু
  63. ১০:১২ এএম, ২৫ জুন ২০২২ মাওয়ার সভামঞ্চে শেখ হাসিনা
  64. ১০:০৩ এএম, ২৫ জুন ২০২২ মাওয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  65. ০৯:৪৯ এএম, ২৫ জুন ২০২২ ফেরিঘাটে আর ঝরবে না মুমূর্ষু রোগীর প্রাণ
  66. ০৯:৪৪ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীর অপেক্ষায় মাওয়া প্রান্ত
  67. ০৯:৪৩ এএম, ২৫ জুন ২০২২ বেনাপোল স্থলবন্দরের দৃশ্য পাল্টে দেবে পদ্মা সেতু
  68. ০৯:৩৪ এএম, ২৫ জুন ২০২২ নৌকা-ট্রলারে করে জনসভায় আসছে মানুষ
  69. ০৯:৩২ এএম, ২৫ জুন ২০২২ হেলিকপ্টারযোগে পদ্মা সেতুর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
  70. ০৮:৫৯ এএম, ২৫ জুন ২০২২ সুধীজনে মুখরিত মাওয়ার সমাবেশস্থল
  71. ০৮:৫৫ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর ছোঁয়ায় বদলে যাওয়া ভাঙ্গা গোলচত্বর
  72. ০৮:৩৩ এএম, ২৫ জুন ২০২২ স্বপ্নের সেতুতে ভোগান্তির চিরমুক্তি
  73. ০৮:০৫ এএম, ২৫ জুন ২০২২ বারবার হত্যার ষড়যন্ত্রের পরও পদ্মা সেতু
  74. ০৮:০৩ এএম, ২৫ জুন ২০২২ আজ বাংলাদেশের বড়দিন
  75. ০৮:০২ এএম, ২৫ জুন ২০২২ ‘পদ্মা কন্যা শেখ হাসিনা’
  76. ০৮:০১ এএম, ২৫ জুন ২০২২ দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন সত্য হচ্ছে আজ
  77. ০৭:৪১ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীসহ অতিথিদের অপেক্ষায় মাওয়া প্রান্ত
  78. ০৭:২৩ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু উদ্বোধন: জনসভায় আসতে শুরু করেছে মানুষ
  79. ০৪:২৭ এএম, ২৫ জুন ২০২২ ভাঙ্গার গোলচত্বরে বর্ণিল আলোকসজ্জা, গভীর রাতেও মানুষের ভিড়
  80. ০১:৩০ এএম, ২৫ জুন ২০২২ রাত পোহালেই খুলে যাবে স্বপ্নের পদ্মা সেতুর দ্বার
  81. ১২:৫৭ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পদ্মাপাড়ে সুসজ্জিত ৫০ নৌকা
  82. ১২:২৫ এএম, ২৫ জুন ২০২২ ‘সর্বনাশা’ থেকে ‘সর্বআশা’ পদ্মা
  83. ১১:৫৪ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মার বুক চিরে বাংলাদেশের ‘সাহস’
  84. ১০:০২ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতু পারাপারে কোন বাহনের কত টোল
  85. ১০:০০ পিএম, ২৪ জুন ২০২২ আধুনিক পদ্ধতিতে পদ্মা সেতুর টোল আদায়, লাগবে ৩ সেকেন্ড
  86. ০৯:৫৭ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিচ্ছেন বরিশালের লক্ষাধিক মানুষ
  87. ০৯:৫৪ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতুর আদ্যোপান্ত
  88. ০৯:৪৯ পিএম, ২৪ জুন ২০২২ ‌‌‌‌‘পদ্মা সেতু খুলে দেবে খেলাধুলার দুয়ারও’
  89. ০৯:০৮ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতু হয়ে কোন রুটে বাসভাড়া কত
  90. ০৮:৫২ পিএম, ২৪ জুন ২০২২ ৯ মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে পদ্মা সেতু