ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভাঙ্গার গোলচত্বরে বর্ণিল আলোকসজ্জা, গভীর রাতেও মানুষের ভিড়

জেলা প্রতিনিধি | ভাঙ্গা গোল চত্বর থেকে | প্রকাশিত: ০৪:২৭ এএম, ২৫ জুন ২০২২

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদপুরের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর বর্ণিল আলোকসজ্জায় সেজেছে। লাল-নীল, হলুদ-সবুজ ও বিভিন্ন রঙিন আলোয় আলোকিত হয়ে উঠেছে পুরো গোলচত্বর এলাকা। লাল-সবুজের রঙিন বাতিতে তৈরি করা হয়েছে জাতীয় পতাকা। মনমাতানো আলোকসজ্জা দেখতে গভীর রাত পর্যন্ত ভিড় করতে দেখা যায় নানা শ্রেণীর, নানা বয়সী মানুষদের।

শুক্রবার (২৪ জুন) রাত ১২টা পর্যন্তও বিভিন্ন বয়সী নারী-পুরুষ-শিশুর মানুষের ভিড় দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরজুড়ে রঙিন বাতির আলোয় আলোকিত করা হয়েছে। আশপাশের ও দূর-দূরান্তের প্রায় শত শত মানুষ সেখানে স্থানে ভিড় করছেন।

সেখানে শিশুদের জন্য নানা ধরনের রঙিন বেলুন, খেলনা বিক্রেতারাও জড়ো হয়েছেন। এছাড়াও ঝালমুড়ি, হাওয়াই মিঠাই, আইসক্রিম বিক্রেতারা গভীর রাত পর্যন্ত ঘুরে ঘুরে পণ্য বিক্রি করেন।

বেলুন বিক্রেতা আলি আজগর জাগো নিউজকে বলেন, প্রতিদিন দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই স্থানে বেলুন বিক্রি করি। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আজ নতুন করে রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে। এ কারণে গভীর রাত পর্যন্ত মানুষের ভিড়। তবে অন্য দিনের তুলনায় লোকজনও বেশি, বেচাবিক্রিও বেশ ভালো।

jagonews24

সেখানে ঘুরতে এসেছেন মিতালি পারভিন। কথা হয় তার সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, আজ আমাদের আনন্দের দিন, খুশির দিন। স্বপ্নের পদ্মা সেতু যা আমাদের অনেক বড় পাওয়া। এই খুশির দিনে ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছি। আলোকসজ্জা দেখলাম। সেলফি, ছবি তুললাম। আমাদের কাছে দিনটি, সময়টি স্মরণীয় হয়ে থাকবে।

ভাঙ্গা গোলচত্বর এলাকার বাসিন্দা আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, প্রতিদিনই এখানে দর্শনার্থীদের ভিড় থাকে। তবে আজ আলোকসজ্জা ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মানুষের ভিড়ও বেশি। বেশি রাত পর্যন্ত মানুষের পদচারণায় গোলচত্বর এলাকা মুখরিত হয়ে উঠেছে।

ভাঙ্গা গোলচত্বরের পাশের বাসিন্দা রফিকুল ও সুমাইয়া বেগম। সঙ্গে তাদের ৮ বছরের একমাত্র ছেলে ফারদিন। রাতের আলোকসজ্জা দেখতে এসেছেন। তারা জাগো নিউজকে বলেন, পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু। আবেগের সেতু। আমাদের গর্বের সেতু। সেতু উদ্বোধন উপলক্ষে ভাঙ্গা গোল চত্বরে ঝলমলে আলোকসজ্জা করা হয়েছে, জানতে পেরে পরিবারের সবাই মিলে দেখতে এসেছি। ভালো লাগছে। বেশ ভালো সময় কাটলো।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) সকাল ১০টায় মাওয়া প্রান্তে আয়োজিত সুধীসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সমাবেশে অংশ নেবেন সাড়ে তিন হাজার সুধীজন। যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট নাগরিক, সাংবাদিকরা।

jagonews24

সমাবেশ শেষে প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মাধ্যমে সেতুর উদ্বোধন ও মোনাজাতে অংশ নেবেন। পরে টোল দিয়ে সেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্তে গমন এবং ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

আওয়ামী লীগ নেতাকর্মীদের আশা, এই জনসভায় ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

এন কে বি নয়ন/ইএ

টাইমলাইন

  1. ০৪:৪৫ পিএম, ২৬ জুন ২০২২ প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ৮২ লাখ টাকা টোল আদায়
  2. ১২:১৫ পিএম, ২৬ জুন ২০২২ পদ্মা সেতুতে বাস-প্রাইভেটকার থামিয়ে সেলফি তোলার হিড়িক
  3. ০৯:২৯ এএম, ২৬ জুন ২০২২ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গাড়ির দীর্ঘ সারি
  4. ০৮:৩১ এএম, ২৬ জুন ২০২২ বাসের জন্য অপেক্ষা, পিকআপেই পদ্মা সেতু পার
  5. ০৮:২৮ এএম, ২৬ জুন ২০২২ টোল প্লাজায় পদ্মা জয়ের উৎসব
  6. ০৭:৩৬ এএম, ২৬ জুন ২০২২ ‘পুরা ঈদ ঈদ লাগছে’
  7. ০৬:৩৩ পিএম, ২৫ জুন ২০২২ প্রবাস থেকে স্ত্রীর ভিডিও কলে পদ্মা সেতু দেখলেন স্বামী
  8. ০৫:২৩ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু বাংলাদেশের প্রথম দোতলা সেতু
  9. ০৪:৫৭ পিএম, ২৫ জুন ২০২২ বাসে পদ্মা সেতু পার হলেন মন্ত্রী-কূটনীতিক-রাজনীতিবিদরা
  10. ০৪:৩০ পিএম, ২৫ জুন ২০২২ কেউ দাবায়ে রাখতে পারেনি, আমরাই বিজয়ী: প্রধানমন্ত্রী
  11. ০৪:২২ পিএম, ২৫ জুন ২০২২ আসুন, দেখে যান পদ্মা সেতু হয়েছে কি না: খালেদাকে প্রধানমন্ত্রী
  12. ০৪:১৯ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু দেখতে আসার পথে গাড়িতেই ঘুম, গাড়িতেই খাওয়া
  13. ০৪:০৯ পিএম, ২৫ জুন ২০২২ স্যাটেলাইট ও গুগল আর্থে যেমন দেখায় পদ্মা সেতু
  14. ০৩:২৭ পিএম, ২৫ জুন ২০২২ শরীরে পদ্মা সেতু-প্রধানমন্ত্রীর ছবি আঁকলেন যুবক
  15. ০৩:০৬ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধনে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
  16. ০৩:০১ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মার আকাশে লাল-সবুজের বর্ণিল আয়োজন উপভোগ করলেন প্রধানমন্ত্রী
  17. ০২:০৯ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু: ভোলার তাজা ইলিশের স্বাদ পাবে সারাদেশের মানুষ
  18. ০২:০৪ পিএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন পদ্মা সেতুতে জমি দেওয়া শরিতুন
  19. ০১:৪৯ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর ওপর হাজারো মানুষের ঢল
  20. ০১:৪৬ পিএম, ২৫ জুন ২০২২ শেখ হাসিনার নাম চিরদিন জনগণের হৃদয়ে গেঁথে থাকবে: কাদের
  21. ০১:৪৩ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু করে বাধাদানকারীদের সমুচিত জবাব দিলাম: প্রধানমন্ত্রী
  22. ০১:৪০ পিএম, ২৫ জুন ২০২২ আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই: প্রধানমন্ত্রী
  23. ০১:২৬ পিএম, ২৫ জুন ২০২২ আজ দক্ষিণাঞ্চলের মানুষের বিশেষ দিন: প্রধানমন্ত্রী
  24. ০১:২৩ পিএম, ২৫ জুন ২০২২ ফরিদপুরে স্বর্ণযুগের সূচনা
  25. ০১:২৩ পিএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব-তামিম
  26. ০১:০১ পিএম, ২৫ জুন ২০২২ স্বপ্নজয়ী প্রধানমন্ত্রীকে ডিইউজের অভিনন্দন
  27. ১২:৫৫ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু নিয়ে যা বললেন সুধীজনেরা
  28. ১২:৪৭ পিএম, ২৫ জুন ২০২২ অর্থায়নে পিছু হটা বিশ্বব্যাংক অভিনন্দন জানালো বাংলাদেশকে
  29. ১২:৪৫ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর জনসভায় যোগ দেননি শরীয়তপুরের ৩ এমপি
  30. ১২:৪০ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুতে টোলমুক্ত অ্যাম্বুলেন্স চলাচল চান ডা. জাফরুল্লাহ
  31. ১২:৩৯ পিএম, ২৫ জুন ২০২২ আন্তর্জাতিক গণমাধ্যমে পদ্মা সেতুর জয়জয়কার
  32. ১২:২৮ পিএম, ২৫ জুন ২০২২ ‘নাতি-নাতনিদের কাছে গল্প করবো কীভাবে পদ্মা নদী পাড়ি দিতাম’
  33. ১২:২৬ পিএম, ২৫ জুন ২০২২ মঞ্চের বাইরেও উৎসবের আমেজ
  34. ১২:২০ পিএম, ২৫ জুন ২০২২ ফিরলেন আবুল হোসেন!
  35. ১২:০৬ পিএম, ২৫ জুন ২০২২ সড়কে ১০ কিলোমিটার যানজট, হেঁটে সভামুখী মানুষ
  36. ১২:০২ পিএম, ২৫ জুন ২০২২ খুললো শত-সহস্র স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার
  37. ১২:০০ পিএম, ২৫ জুন ২০২২ অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ: পদ্মা সেতুর শুভ উদ্বোধন
  38. ১১:৫১ এএম, ২৫ জুন ২০২২ টোল দিয়ে পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী
  39. ১১:৫০ এএম, ২৫ জুন ২০২২ বাংলাদেশের জনগণই আমার সাহসের ঠিকানা: প্রধানমন্ত্রী
  40. ১১:৪৮ এএম, ২৫ জুন ২০২২ কিডনি প্রতিস্থাপন না করে উদ্বোধনের অপেক্ষায় ছিলেন সেতুর ডিপিডি
  41. ১১:৪৫ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধন: উচ্ছ্বসিত স্পেন প্রবাসীরা
  42. ১১:৪১ এএম, ২৫ জুন ২০২২ উন্নয়নের মহাকবি শেখ হাসিনার মুখে ‘পদ্মা সেতু’র গল্প
  43. ১১:৩৭ এএম, ২৫ জুন ২০২২ আবুল হোসেনের প্রতি সহমর্মিতা জানালেন প্রধানমন্ত্রী
  44. ১১:৩৪ এএম, ২৫ জুন ২০২২ আজ আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই: প্রধানমন্ত্রী
  45. ১১:২৯ এএম, ২৫ জুন ২০২২ বাসেও আসছেন মানুষ, পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কে দীর্ঘসারি
  46. ১১:২৭ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীর কণ্ঠে ‘সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়’
  47. ১১:২৬ এএম, ২৫ জুন ২০২২ ‘আমরা সড়কে বসেই পদ্মা সেতুর আনন্দ পাচ্ছি’
  48. ১১:২৫ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধন: জনসভায় শরীয়তপুরের লাখো মানুষ
  49. ১১:২২ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে গান শোনাতে নাটোর থেকে মুন্সিগঞ্জে ইসহাক মিয়া
  50. ১১:১৮ এএম, ২৫ জুন ২০২২ লঞ্চভর্তি লোক আসছে দক্ষিণাঞ্চল থেকে
  51. ১১:১৩ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধন
  52. ১১:১০ এএম, ২৫ জুন ২০২২ কংক্রিটের অবকাঠামো নয়, পদ্মা সেতু আমাদের অহংকার: প্রধানমন্ত্রী
  53. ১১:০৮ এএম, ২৫ জুন ২০২২ চরম মানসিক যন্ত্রণার শিকার হয়েছিলেন অনেকে: প্রধানমন্ত্রী
  54. ১১:০২ এএম, ২৫ জুন ২০২২ ‘বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু’
  55. ১১:০১ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু উদ্বোধন: সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী
  56. ১০:৫৪ এএম, ২৫ জুন ২০২২ আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি: কাদের
  57. ১০:৫৩ এএম, ২৫ জুন ২০২২ বাংলাবাজার ঘাটে হাজারো যাত্রী নিয়ে বিলাসবহুল সব লঞ্চ
  58. ১০:৩৯ এএম, ২৫ জুন ২০২২ সমাবেশে আগতদের পানি দিচ্ছে র‌্যাব
  59. ১০:২৮ এএম, ২৫ জুন ২০২২ বাংলাবাজারের জনসভাস্থলে বৃষ্টি
  60. ১০:২৪ এএম, ২৫ জুন ২০২২ পদ্মার বুকে লঞ্চ-নৌকার মেলা
  61. ১০:১৮ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু হওয়ায় বিএনপি খুশি হয়নি: তথ্যমন্ত্রী
  62. ১০:১৬ এএম, ২৫ জুন ২০২২ সন্নিকটে সেই মাহেন্দ্রক্ষণ, উদ্বোধনী অনুষ্ঠান শুরু
  63. ১০:১২ এএম, ২৫ জুন ২০২২ মাওয়ার সভামঞ্চে শেখ হাসিনা
  64. ১০:০৩ এএম, ২৫ জুন ২০২২ মাওয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  65. ০৯:৪৯ এএম, ২৫ জুন ২০২২ ফেরিঘাটে আর ঝরবে না মুমূর্ষু রোগীর প্রাণ
  66. ০৯:৪৪ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীর অপেক্ষায় মাওয়া প্রান্ত
  67. ০৯:৪৩ এএম, ২৫ জুন ২০২২ বেনাপোল স্থলবন্দরের দৃশ্য পাল্টে দেবে পদ্মা সেতু
  68. ০৯:৩৪ এএম, ২৫ জুন ২০২২ নৌকা-ট্রলারে করে জনসভায় আসছে মানুষ
  69. ০৯:৩২ এএম, ২৫ জুন ২০২২ হেলিকপ্টারযোগে পদ্মা সেতুর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
  70. ০৮:৫৯ এএম, ২৫ জুন ২০২২ সুধীজনে মুখরিত মাওয়ার সমাবেশস্থল
  71. ০৮:৫৫ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর ছোঁয়ায় বদলে যাওয়া ভাঙ্গা গোলচত্বর
  72. ০৮:৩৩ এএম, ২৫ জুন ২০২২ স্বপ্নের সেতুতে ভোগান্তির চিরমুক্তি
  73. ০৮:০৫ এএম, ২৫ জুন ২০২২ বারবার হত্যার ষড়যন্ত্রের পরও পদ্মা সেতু
  74. ০৮:০৩ এএম, ২৫ জুন ২০২২ আজ বাংলাদেশের বড়দিন
  75. ০৮:০২ এএম, ২৫ জুন ২০২২ ‘পদ্মা কন্যা শেখ হাসিনা’
  76. ০৮:০১ এএম, ২৫ জুন ২০২২ দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন সত্য হচ্ছে আজ
  77. ০৭:৪১ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীসহ অতিথিদের অপেক্ষায় মাওয়া প্রান্ত
  78. ০৭:২৩ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু উদ্বোধন: জনসভায় আসতে শুরু করেছে মানুষ
  79. ০৪:২৭ এএম, ২৫ জুন ২০২২ ভাঙ্গার গোলচত্বরে বর্ণিল আলোকসজ্জা, গভীর রাতেও মানুষের ভিড়
  80. ০১:৩০ এএম, ২৫ জুন ২০২২ রাত পোহালেই খুলে যাবে স্বপ্নের পদ্মা সেতুর দ্বার
  81. ১২:৫৭ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পদ্মাপাড়ে সুসজ্জিত ৫০ নৌকা
  82. ১২:২৫ এএম, ২৫ জুন ২০২২ ‘সর্বনাশা’ থেকে ‘সর্বআশা’ পদ্মা
  83. ১১:৫৪ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মার বুক চিরে বাংলাদেশের ‘সাহস’
  84. ১০:০২ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতু পারাপারে কোন বাহনের কত টোল
  85. ১০:০০ পিএম, ২৪ জুন ২০২২ আধুনিক পদ্ধতিতে পদ্মা সেতুর টোল আদায়, লাগবে ৩ সেকেন্ড
  86. ০৯:৫৭ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিচ্ছেন বরিশালের লক্ষাধিক মানুষ
  87. ০৯:৫৪ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতুর আদ্যোপান্ত
  88. ০৯:৪৯ পিএম, ২৪ জুন ২০২২ ‌‌‌‌‘পদ্মা সেতু খুলে দেবে খেলাধুলার দুয়ারও’
  89. ০৯:০৮ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতু হয়ে কোন রুটে বাসভাড়া কত
  90. ০৮:৫২ পিএম, ২৪ জুন ২০২২ ৯ মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে পদ্মা সেতু