অপেক্ষা উদ্বোধনের, ক্ষণে ক্ষণে চলছে মহড়া
উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের পদ্মা সেতু। বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। পদ্মা কন্যা ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এ সেতু।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চলছে মহড়া। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষণে ক্ষণে মহড়া দিয়ে যাচ্ছেন। স্থল, নৌ ও আকাশসহ সব পথেই নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। উদ্বোধন উপলক্ষে পদ্মা সেতুর আশপাশ এলাকায় উৎসুক মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হয়েছেন।
পুলিশের আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, পদ্মা সেতুর উদ্ধোধনকে ঘিরে সবাই মিলে কাজ করছি। নিরাপত্তা ব্যবস্থার চ্যালেঞ্জগুলো প্রতিনিয়ত বিশ্লেষণ করছি।
উল্লেখ্য, ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০১৪ সালের নভেম্বরে নির্মাণ কাজ শুরু হয়।
পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি হয়। সেতুটির ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮ মিটার।
আরাফাত রহমান সাকিব/মোবাশ্বির শ্রাবণ/রাশেদুল হাসান রাজু/এএইচ/এএসএম