ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৩ জুন ২০২২

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় চারজনের দেহে করোনায় শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাহারুল ইসলাম।

তিনি বলেন, বুধবার ৩৮ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ৩১ নমুনায় চারজন করোনা পজিটিভ হন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে সাত নমুনায় সবার নেগেটিভ আসে। নতুন করোনায় শনাক্ত চারজনই সদরের বাসিন্দা।

তিনি আরও জানান, জেলায় ১০ জন করোনা রোগী বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।

আরএইচ/আরএইচ/জিকেএস