ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে বন্যার পানি নামতেই দৃশ্যমান হচ্ছে ক্ষত

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২২ জুন ২০২২

ফেনীর ফুলগাজীতে নদী রক্ষা বাঁধ ভেঙে সৃষ্ট বন্যার পানি নামতে শুরু করেছে। এরই মধ্যে ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। পানির স্রোতে কয়েকটি রাস্তার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার অন্তত ২৪৭টি পুকুরে মাছ।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার ভোরে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া এলাকার রতন মেম্বারের বাড়ি সংলগ্ন এবং সকাল ৭টার দিকে সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর এলাকার সেকান্তর মাস্টার বাড়ি সংলগ্ন বাঁধ ভেঙে যায়।

বেলা ১১টার দিকে একই ইউনিয়নের দেড়পাড়ায় আরেকটি বাঁধ পানিতে তলিয়ে যায়। ফলে দেড়পাড়া, নিলক্ষী, উত্তর নিলখী, গাবতলা, মনতলা, গোসাইপুর, নোয়াপুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও বৈরাগপুর, দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া এলাকা প্লাবিত হয়। এছাড়া পরশুরাম উপজেলার পশ্চিম অলকা গ্রামের একটি জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে।

ফেনীতে বন্যার পানি নামতেই দৃশ্যমান হচ্ছে ক্ষত

মঙ্গলবার ফুলগাজী সদর ইউনিয়নের দেরপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ফুলগাজী বাজার থেকে দেড়পাড়া সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সড়কে এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া দক্ষিণ ঘরিয়া ও দরবারপুর সড়কেও রাস্তার পিচঢালাই উঠে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

ফেনীতে বন্যার পানি নামতেই দৃশ্যমান হচ্ছে ক্ষত

সড়কের ক্ষয়ক্ষতির বিষয়ে ফুলগাজী উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ জাগো নিউজকে বলেন, বন্যার পানি এখনো পুরোপুরি নেমে যায়নি। বেশ কয়েকটি রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। কয়েকটি রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিগগির এসব সড়কের তালিকা প্রস্তুত করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে বন্যার পানি নামতেই দৃশ্যমান হচ্ছে ক্ষত

ফুলগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জল বনিক জাগো নিউজকে বলেন, ফুলগাজীতে সৃষ্ট বন্যায় অন্তত ২৪৭টি পুকুরের মাছ ভেসে গেছে। এসব পুকুরে পেশাদার ও অপেশাদার পর্যায়ে মাছ চাষ হতো। বন্যার পানিতে ডুবে যাওয়া পুকুর থেকে প্রায় ৮০ লাখ টাকার মাছ ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নুর উল্লাহ কায়সার/এসজে/জেআইএম