ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘সিইসি-ডিসি-এসপিকে পরিস্থিতি জানাচ্ছিলাম, অন্য কারও ফোন আসেনি’

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৬ জুন ২০২২

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ফলাফল ঘোষণার আগ মুহূর্তে টেলিফোনে কথা বলার ব্যাখ্যা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

তিনি বলেছেন, ‘ফলাফল ঘোষণার পূর্বে দুই পক্ষের (আরফানুল হক রিফাত ও মনিরুল হক সাক্কু) নেতাকর্মী ও অনুসারীদের মুখোমুখি অবস্থানের কারণে তখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি সম্পর্কে আমি ফোনে কথা বলছিলাম সিইসি, ডিসি ও এসপির সঙ্গে। অন্য কারও ফোন আসেনি। একটি ফোনের কারণে ফলাফল ম্যানিপুলেশন হয়েছে—একজন প্রার্থী পক্ষ থেকে যে ইঙ্গিত করা হচ্ছে, সেটা ঠিক নয়।’

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘চারটি কেন্দ্রের ফল আসতে দেরি হয়েছে। এ কারণে প্রিসাইডিং কর্মকর্তাদের ফল তৈরিতে বিলম্ব হয়েছে। পাশাপাশি দুই পক্ষের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানের কারণে ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্বিত হয়। একপর্যায়ে ঘোষণা রুমে উপস্থিত হন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ও তার নেতাকর্মীরা। একটু পরেই সেখানে উপস্থিত হন মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাতের নেতাকর্মীরা। এ সময় তাদের স্লোগানের কারণে কেউ কারও কথা শুনতে পাচ্ছিল না। মূলত সেই কারণেই ফলাফল ঘোষণায় সময় লেগেছে।’

মনিরুল হক সাক্কুর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরাজিত প্রার্থী চাইলে আইনের আশ্রয় নিতে পারেন, তবে নতুন করে ফলাফল দেওয়া সম্ভব নয়। ফল ঘোষণার সময় তারা কেন অভিযোগ জানাননি? কারণ, তাদের হাতে তো রেজাল্ট শিট ছিল। যে চারটি কেন্দ্রের ফলাফল নিয়ে অভিযোগ তোলা হচ্ছে, সেখানে তাদেরও প্রতিনিধি ছিলেন। ওখানে যে রেজাল্ট শিট দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে আমরা যে ঘোষণা দিয়েছি, সেখানে কোনো অমিল থাকলে আমাদের বলতে পারতেন। কিন্তু সাক্কু সাহেব সেটা করেননি।’

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ফল ঘোষণার শেষ সময়ে এসে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের সাক্কুর সমর্থকদের মধ্যে হট্টগোল হয়েছে। ফল ঘোষণার আগে দুই প্রার্থীর অনুসারীরা জয়ী মিছিল ও স্লোগান দিতে থাকেন। এ হট্টগোলের কারণে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে ৩৪৩ ভোটে আওয়ামী লীগ প্রার্থী রিফাতকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

ফলাফলের পর মনিরুল হক সাক্কু অভিযোগ তোলেন তাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। অজ্ঞাত ফোনে রিটার্নিং কর্মকর্তা ফলাফল পরিবর্তন করেছেন। এ নিয়ে তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানান।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

টাইমলাইন

  1. ১০:০৭ পিএম, ১৬ জুন ২০২২ আমি জানতাম লড়াইটা হাড্ডাহাড্ডি হবে: রিফাত
  2. ০৯:৪২ পিএম, ১৬ জুন ২০২২ ‘নতুন নির্বাচন কমিশনও আত্মসমর্পণ করলো কুমিল্লায়’
  3. ০৮:৩২ পিএম, ১৬ জুন ২০২২ ‘সিইসি-ডিসি-এসপিকে পরিস্থিতি জানাচ্ছিলাম, অন্য কারও ফোন আসেনি’
  4. ০৪:২৯ পিএম, ১৫ জুন ২০২২ ৭ ঘণ্টায় ৫৫৮ ভোট!
  5. ০৪:০৪ পিএম, ১৫ জুন ২০২২ শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লায় ভোটগ্রহণ অনুষ্ঠিত, চলছে গণনা
  6. ০২:৩৩ পিএম, ১৫ জুন ২০২২ কোথাও কোথাও ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ
  7. ০২:২০ পিএম, ১৫ জুন ২০২২ কেন্দ্রের গোপন কক্ষে উঁকি, ধরা পড়েনি ইসির সিসি ক্যামেরায়!
  8. ০১:৪০ পিএম, ১৫ জুন ২০২২ ৪ ঘণ্টায় ৮৭ ভোট!
  9. ০১:০৭ পিএম, ১৫ জুন ২০২২ কুমিল্লায় নির্বাচনে কমিশন ব্যর্থ: ফখরুল
  10. ১২:২০ পিএম, ১৫ জুন ২০২২ কুমিল্লায় জাল ভোট-গোলযোগের দায়ে ছয়জনের জেল
  11. ১১:৪৪ এএম, ১৫ জুন ২০২২ ভোটের পরিবেশ ভালো, তবে ইভিএমে ‘গন্ডগোল’ দেখছেন সাক্কু
  12. ১১:২৬ এএম, ১৫ জুন ২০২২ ইভিএমে মিলছে না আঙুলের ছাপ, বিপাকে বয়স্করা
  13. ১১:০৩ এএম, ১৫ জুন ২০২২ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ মেয়রপ্রার্থী নিজামউদ্দিনের
  14. ০৯:৪৯ এএম, ১৫ জুন ২০২২ ভোট উৎসবে বৃষ্টির বাগড়া
  15. ০৯:০৩ এএম, ১৫ জুন ২০২২ ভোট দিলেন মেয়র প্রার্থী রিফাত-কায়সার
  16. ০৮:০৬ এএম, ১৫ জুন ২০২২ কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে