৪ ঘণ্টায় ৮৭ ভোট!
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল মদরাসা কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। তবে ভেতরে একটি বুথে ভোটগ্রহণে ধীরগতি হচ্ছে। ফলে ওই বুথে চার ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৮৭টি।
বুধবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রের সাত নম্বর বুথে এমন ধীরগতি হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও ভোট দিতে না পেরে বিপাকে পড়েছেন ভোটাররা।
খালেদা আক্তার নামে এক নারী জানান, তিনি পৌনে ৮টায় লাইনে দাঁড়িয়েছেন। দুপুর হলেও ভোট দিতে পারেননি। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মোমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, নারীদের অজ্ঞতার কারণে এবং অনেকের আঙুলের চাপ না মেলায় কিছুটা ধীরগতি হচ্ছে। চেষ্টা করছি দ্রুত ভোট গ্রহণের।
জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস
টাইমলাইন
- ১০:০৭ পিএম, ১৬ জুন ২০২২ আমি জানতাম লড়াইটা হাড্ডাহাড্ডি হবে: রিফাত
- ০৯:৪২ পিএম, ১৬ জুন ২০২২ ‘নতুন নির্বাচন কমিশনও আত্মসমর্পণ করলো কুমিল্লায়’
- ০৮:৩২ পিএম, ১৬ জুন ২০২২ ‘সিইসি-ডিসি-এসপিকে পরিস্থিতি জানাচ্ছিলাম, অন্য কারও ফোন আসেনি’
- ০৪:২৯ পিএম, ১৫ জুন ২০২২ ৭ ঘণ্টায় ৫৫৮ ভোট!
- ০৪:০৪ পিএম, ১৫ জুন ২০২২ শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লায় ভোটগ্রহণ অনুষ্ঠিত, চলছে গণনা
- ০২:৩৩ পিএম, ১৫ জুন ২০২২ কোথাও কোথাও ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ
- ০২:২০ পিএম, ১৫ জুন ২০২২ কেন্দ্রের গোপন কক্ষে উঁকি, ধরা পড়েনি ইসির সিসি ক্যামেরায়!
- ০১:৪০ পিএম, ১৫ জুন ২০২২ ৪ ঘণ্টায় ৮৭ ভোট!
- ০১:০৭ পিএম, ১৫ জুন ২০২২ কুমিল্লায় নির্বাচনে কমিশন ব্যর্থ: ফখরুল
- ১২:২০ পিএম, ১৫ জুন ২০২২ কুমিল্লায় জাল ভোট-গোলযোগের দায়ে ছয়জনের জেল
- ১১:৪৪ এএম, ১৫ জুন ২০২২ ভোটের পরিবেশ ভালো, তবে ইভিএমে ‘গন্ডগোল’ দেখছেন সাক্কু
- ১১:২৬ এএম, ১৫ জুন ২০২২ ইভিএমে মিলছে না আঙুলের ছাপ, বিপাকে বয়স্করা
- ১১:০৩ এএম, ১৫ জুন ২০২২ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ মেয়রপ্রার্থী নিজামউদ্দিনের
- ০৯:৪৯ এএম, ১৫ জুন ২০২২ ভোট উৎসবে বৃষ্টির বাগড়া
- ০৯:০৩ এএম, ১৫ জুন ২০২২ ভোট দিলেন মেয়র প্রার্থী রিফাত-কায়সার
- ০৮:০৬ এএম, ১৫ জুন ২০২২ কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে