কুমিল্লায় নির্বাচনে কমিশন ব্যর্থ: ফখরুল
নির্বাচন কমিশন (ইসি) কুমিল্লা সিটি করপোরেশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন কী হবে?
বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন উল্লেখ করে ফখরুল বলেন, নির্বাচন ব্যবস্থাকে এ সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ এখন ভোট দিতে পারে না। ভোট দিলেও গণনার সময় ফলাফল পরিবর্তন হয়ে যায়। এজন্য আমরা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবো না। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আপত্তি জানাচ্ছি না শুনলে আন্দোলনে যাবো।
তিনি আরও বলেন, দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। অর্থমন্ত্রী তো অনেক কিছুই করছেন। যেগুলোর সঙ্গে আইন, সংবিধান, নৈতিকতার কোনো সংযোগ নেই। তিনি পাচার করা টাকার বৈধতা চেয়েছেন পার্লামেন্টে। তারা টাকা পাচার করছেন আবার তা ফিরিয়ে আনতে আইন তৈরি করছেন। দেশটা লুটপাট করছে আওয়ামী লীগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান ও যুবদলের সভাপতি আবুনুর চৌধুরী।
তানভীর হাসান তানু/এসজে/জেআইএম
টাইমলাইন
- ১০:০৭ পিএম, ১৬ জুন ২০২২ আমি জানতাম লড়াইটা হাড্ডাহাড্ডি হবে: রিফাত
- ০৯:৪২ পিএম, ১৬ জুন ২০২২ ‘নতুন নির্বাচন কমিশনও আত্মসমর্পণ করলো কুমিল্লায়’
- ০৮:৩২ পিএম, ১৬ জুন ২০২২ ‘সিইসি-ডিসি-এসপিকে পরিস্থিতি জানাচ্ছিলাম, অন্য কারও ফোন আসেনি’
- ০৪:২৯ পিএম, ১৫ জুন ২০২২ ৭ ঘণ্টায় ৫৫৮ ভোট!
- ০৪:০৪ পিএম, ১৫ জুন ২০২২ শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লায় ভোটগ্রহণ অনুষ্ঠিত, চলছে গণনা
- ০২:৩৩ পিএম, ১৫ জুন ২০২২ কোথাও কোথাও ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ
- ০২:২০ পিএম, ১৫ জুন ২০২২ কেন্দ্রের গোপন কক্ষে উঁকি, ধরা পড়েনি ইসির সিসি ক্যামেরায়!
- ০১:৪০ পিএম, ১৫ জুন ২০২২ ৪ ঘণ্টায় ৮৭ ভোট!
- ০১:০৭ পিএম, ১৫ জুন ২০২২ কুমিল্লায় নির্বাচনে কমিশন ব্যর্থ: ফখরুল
- ১২:২০ পিএম, ১৫ জুন ২০২২ কুমিল্লায় জাল ভোট-গোলযোগের দায়ে ছয়জনের জেল
- ১১:৪৪ এএম, ১৫ জুন ২০২২ ভোটের পরিবেশ ভালো, তবে ইভিএমে ‘গন্ডগোল’ দেখছেন সাক্কু
- ১১:২৬ এএম, ১৫ জুন ২০২২ ইভিএমে মিলছে না আঙুলের ছাপ, বিপাকে বয়স্করা
- ১১:০৩ এএম, ১৫ জুন ২০২২ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ মেয়রপ্রার্থী নিজামউদ্দিনের
- ০৯:৪৯ এএম, ১৫ জুন ২০২২ ভোট উৎসবে বৃষ্টির বাগড়া
- ০৯:০৩ এএম, ১৫ জুন ২০২২ ভোট দিলেন মেয়র প্রার্থী রিফাত-কায়সার
- ০৮:০৬ এএম, ১৫ জুন ২০২২ কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে