ইভিএমে মিলছে না আঙুলের ছাপ, বিপাকে বয়স্করা
পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ভোটার আম্বিয়া খাতুন। সকাল ৮টায় ভোট দিতে মৌকরন বিএলপি ডিগ্রি কলেজ কেন্দ্রে আসেন তিনি। কিন্তু বুথে গিয়ে অনেক চেষ্টার পরও তার আঙুলের ছাপ পাওয়া যায়নি। ভোটকক্ষের বাইরে এসে সাবান পানি এবং হেক্সিসল দিয়ে বারবার পরিষ্কার করছিলেন।
এ সময় তার কাছে গেলে আক্ষেপ করে বলেন, ‘ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে এসেছি। ভেতরে গিয়ে ভোট দিতে পারি নাই। তাই সাবান দিয়া আঙুল ঘষি। দেখি ভোট দিতে পারি কি না।’
শুধু আম্বিয়া নন, ইভিএমে ভোট দিতে এসে তার মতো বয়স্ক ভোটারের আঙুলের ছাপ মিলছে না। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি। ভোট দিতে এসে বিপাকে পড়ছেন তারা। তবে দুপুরের পর তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আশা বেশ কয়েকজন বয়স্ক ভোটার বলেন, আনন্দ নিয়ে ইভিএমে ভোট দিতে এসেছি। কিন্তু বুথে গিয়ে হাতের ছাপ না মেলায় ভোট দিতে পারছি না।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা খালিদ বিন রউফ জাগো নিউজকে বলেন, অনেক সময় আঙ্গুলের রেখা না থাকায় এমন সমস্যা হয়। বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরপরও বেশি সমস্যা হলে কমিশনের অনুমতি নিয়ে দুপুরের পর যাদের হাতের ছাপ মিলছে না তাদের ভোট ব্যবস্থা করা হবে।
আব্দুস সালাম আরিফ/এসজে/জেআইএম
টাইমলাইন
- ১০:০৭ পিএম, ১৬ জুন ২০২২ আমি জানতাম লড়াইটা হাড্ডাহাড্ডি হবে: রিফাত
- ০৯:৪২ পিএম, ১৬ জুন ২০২২ ‘নতুন নির্বাচন কমিশনও আত্মসমর্পণ করলো কুমিল্লায়’
- ০৮:৩২ পিএম, ১৬ জুন ২০২২ ‘সিইসি-ডিসি-এসপিকে পরিস্থিতি জানাচ্ছিলাম, অন্য কারও ফোন আসেনি’
- ০৪:২৯ পিএম, ১৫ জুন ২০২২ ৭ ঘণ্টায় ৫৫৮ ভোট!
- ০৪:০৪ পিএম, ১৫ জুন ২০২২ শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লায় ভোটগ্রহণ অনুষ্ঠিত, চলছে গণনা
- ০২:৩৩ পিএম, ১৫ জুন ২০২২ কোথাও কোথাও ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ
- ০২:২০ পিএম, ১৫ জুন ২০২২ কেন্দ্রের গোপন কক্ষে উঁকি, ধরা পড়েনি ইসির সিসি ক্যামেরায়!
- ০১:৪০ পিএম, ১৫ জুন ২০২২ ৪ ঘণ্টায় ৮৭ ভোট!
- ০১:০৭ পিএম, ১৫ জুন ২০২২ কুমিল্লায় নির্বাচনে কমিশন ব্যর্থ: ফখরুল
- ১২:২০ পিএম, ১৫ জুন ২০২২ কুমিল্লায় জাল ভোট-গোলযোগের দায়ে ছয়জনের জেল
- ১১:৪৪ এএম, ১৫ জুন ২০২২ ভোটের পরিবেশ ভালো, তবে ইভিএমে ‘গন্ডগোল’ দেখছেন সাক্কু
- ১১:২৬ এএম, ১৫ জুন ২০২২ ইভিএমে মিলছে না আঙুলের ছাপ, বিপাকে বয়স্করা
- ১১:০৩ এএম, ১৫ জুন ২০২২ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ মেয়রপ্রার্থী নিজামউদ্দিনের
- ০৯:৪৯ এএম, ১৫ জুন ২০২২ ভোট উৎসবে বৃষ্টির বাগড়া
- ০৯:০৩ এএম, ১৫ জুন ২০২২ ভোট দিলেন মেয়র প্রার্থী রিফাত-কায়সার
- ০৮:০৬ এএম, ১৫ জুন ২০২২ কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে